কোম্পানী আইন, ১৯৯৪

( ১৯৯৪ সনের ১৮ নং আইন )

আইনগত কার্যধারা, অপরাধ ইত্যাদি

৩৯৩৷ অপরাধ আমলে লওয়া (Cognizance)

৩৯৪৷ অর্থদণ্ডলব্ধ অর্থের প্রয়োগ

৩৯৫৷ সীমিতদায় কোম্পানীকে মামলার খরচের জন্য জামানত দেওয়ার নির্দেশদানের ক্তমতা

৩৯৬৷ কতিপয় ক্ষেত্রে অব্যাহতি প্রদানে আদালতের ক্ষমতা

৩৯৭৷ মিথ্যা বিবৃতি দানের দণ্ড

৩৯৮৷ অন্যায়ভাবে সম্পত্তি আটক রাখার দণ্ড

৩৯৯৷ নিয়োগকর্তা কর্তৃক জামানত অপপ্রয়োগের দণ্ড

৪০০৷ "লিমিটেড" বা "সীমিতদায়" শব্দ অপপ্রয়োগের দণ্ড

৪০১৷ Act XXI of 1860 তে উল্লিখিত“রেজিষ্ট্রার অব জয়েন্ট ষ্টক কোম্পানীজ” অভিব্যক্তির ব্যাখ্যা

৪০১ক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ এর প্রয়োগ

৪০২৷ রহিতকরণ ও হেফাজত

৪০৩৷ General clauses Act, 1897 এর section 6 এই আইনের ৪০২ ধারাসহ অন্যান্য ধারার ক্ষেত্রে প্রযোজ্য

৪০৪৷ ইংরেজীতে অনুদিত পাঠ প্রকাশ

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs