প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
[ ১২ সেপ্টেম্বর, ১৯৯৪ ]
পঞ্চম খন্ড
কোম্পানীর অবলুপ্তি
আদেশ বলবৎকরণ এবং আদেশের বিরুদ্ধে আপীল
২৮২৷ এই আইনের অধীনে আদালত কর্তৃক প্রদত্ত আদেশ সেই একইভাবে বলবৎ করা যাইতে পারে যেভাবে কোন মামলায় উক্ত আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রি বলবৎ করা যায়৷