এক আদালতের আদেশ অন্য আদালত কর্তৃক বলবত্ করার পদ্ধতি
২৮৪৷ এক আদালতের আদেশ যেত্মেগত্রে অন্য আদালত কর্তৃক বলবত্ হইবে সেত্মেগত্রে আদেশের একটি প্রত্যায়িত (certified) অনুলিপি শেষোক্ত আদালতের উপযুক্ত কর্মকর্তার নিকট পেশ করিতে হইবে এবং এইরূপ উপস্থাপনই হইবে উক্ত আদেশ প্রদত্ত হওয়ার পর্যাপ্ত প্রমাণ; এবং ইহার পর শেষোক্ত আদালত উক্ত আদেশ বলবত্ করার জন্য এমনভাবে প্রয়োজনীয় পদত্মেগপ গ্রহণ করিবে যেন আদালত ইহার নিজস্ব আদেশ বলবত্ করিতেছে৷