সাধারণ বিধানাবলী
স্বেচ্ছাকৃত অবলুপ্তির তেগত্রে লিকুইডেটরের তগমতা ও কর্তব্য
৩০৮৷ (১) লিকুইডেটর -
(ক) সদস্যগণ কর্তৃক স্বেচ্ছাকৃত অবলুপ্তির ত্মেগত্রে, কোম্পানীর অসাধারণ সিদ্ধান্ত্মবলে অনুমোদনপ্রাপ্ত হইলে, এবং পাওনাদারগণ কর্তৃক স্বেচ্ছাকৃত
অবলুপ্তির ত্মেগত্রে আদালত কিংবা পরিদর্শন কমিটির অনুমোদনপ্রাপ্ত হইলে ২৬২ ধারার (ঘ), (ঙ), (চ) ও (জ) দফায় লিকু্ইডেটরকে প্রদত্ত যে কোন ত্মগমতা প্রয়োগ করিতে পারিবেন; তবে এই দফাবলে প্রদত্ত ত্মগমতার প্রয়োগ আদালতের নিয়ন্ত্রণ সাপেত্মেগ হইবে এবং ঐগুলির যে কোনটির প্রয়োগ বা প্রস্ত্মাবিত প্রয়োগের ব্যাপারে যে কোন পাওনাদার কিংবা প্রদায়ক আদালতে আবেদন করিতে পারিবেন;
(খ) আদালত কর্তৃক অবলুপ্তির ত্মেগত্রে, এই আইনের অন্যান্য বিধান দ্বারা প্রদত্ত ত্মগমতা (ক) দফায় উলিস্্নখিত অনুমোদন ব্যতিরেকেই প্রয়োগ করিতে পারিবেন;
(গ) এই আইনের অধীনে প্রদায়কগণের তালিকা সাব্যস্ত্ম করার যে ত্মগমতা আদালতের রহিয়াছে তাহা প্রয়োগ করিতে পারিবেন; এবং উক্ত তালিকা, প্রদায়ক হিসাবে যাহাদের নাম উহাতে অন্ত্মর্ভুক্ত থাকে তাহাদের দায়-দেনা সম্পর্কে, প্রাথমিকভাবে (Prima facie) একটি সাত্মগ্য হিসাবে গণ্য হইবে;
(ঘ) শেয়ারমূল্য বা অন্যান্য অর্থ তলবের জন্য আদালতের যে ত্মগমতা রহিয়াছে তাহা প্রয়োগ করিতে পারিবে;
(ঙ) বিশেষ বা অসাধারণ সিদ্ধান্ত্মের মাধ্যমে কোম্পানীর অনুমোদন লাভের উদ্দেশ্যে কিংবা তাহার বিবেচনায় উপযুক্ত অন্য যে কোন উদ্দেশ্যে কোম্পানীর সাধারণ সভা আহ্বান করিতে পারিবেন৷
(২) লিকুইডেটর কোম্পানীর দেনাসমূহ পরিশোধ এবং প্রদায়কগণের পারস্পরিক অধিকারের সমন্বয় সাধন করিবেন৷
(৩) একাধিক লিকুইডেটর নিয়োগ করা হইলে এই আইনের অধীনে কোন লিকুইডেটর কর্তৃক প্রয়োগযোগ্য কোন ত্মগমতা সেই লিকুইডেটর প্রয়োগ করিবেন যাহাকে উক্ত নিয়োগের সময় উক্ত ত্মগমতা প্রয়োগের অধিকার দেওয়া হইয়াছে এবং এইরূপ উক্ত অধিকার নির্ধারণ করা না থাকিলে তাহাদের মধ্যে অন্যুন দুই জন লিকুইডেটর উক্ত ত্মগমতা প্রয়োগ করিতে পারিবেন৷