প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
পরিপূরক বিধানসমূহ
৩২৪৷ দেউলিয়ারূপে ঘোষিত কোম্পানীর অবলুপ্তির ত্মেগত্রে, জামানতধারী ও জামানতবিহীন পাওনাদারের স্ব স্ব অধিকার, প্রমাণ সাপেত্মেগ ঋণ, এ্যানুয়িটি, ভবিষ্যত এবং ঘটনাপেত্মগ দায়-দায়িত্ব সম্পর্কে সেই একই বিধান প্রযোজ্য হইবে যাহা দেউলিয়া ঘোষিত কোন ব্যক্তির সম্পত্তির ত্মেগত্রে আপাততঃ বলবত্ দেউলিয়া সংক্রান্ত্ম কোন আইনের বিধান অনুসারে প্রযোজ্য হয়, এবং যে সমস্ত্ম ব্যক্তি এই রকম কোন ত্মেগত্রে ঐগুলি প্রমাণ করার এবং কোম্পানীর সম্পত্তি হইতে লভ্যাংশ পাওয়ার অধিকারী তাহারা অবলুপ্তি-আদেশের আওতায় পড়িবেন এবং তাহারা যেরূপে এই ধারায় উলিস্্নখিত বিধানের অধীনে স্ব স্ব দাবী উত্থাপন করার অধিকারী কোম্পানীর বিরম্্নদ্ধেও সেইরূপ দাবী করিতে পারেন৷