প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

কোম্পানী আইন, ১৯৯৪

( ১৯৯৪ সনের ১৮ নং আইন )

    সীমিতদায় কোম্পানী সনাক্তকরণ (Indication of Limited Company)

1[১১ক।     এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, সীমিতদায় কোম্পানী নিম্নবর্ণিতভাবে সনাক্ত করিতে হইবে, যথা:-

 

(ক)   সীমিতদায় পাবলিক কোম্পানীর ক্ষেত্রে উহার নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানী বা PLC.” শব্দসমূহ লিখিতে হইবে;

 

(খ)   সীমিতদায় প্রাইভেট কোম্পানীর ক্ষেত্রে উহার নামের শেষে “সীমিতদায় বা LTD.’’ শব্দ লিখিতে হইবে;

 

(গ)   সীমিতদায় এক ব্যক্তি কোম্পানীর ক্ষেত্রে উহার নামের শেষেএক ব্যক্তি কোম্পানী বা One Person Company বা OPCশব্দসমূহ লিখিতে হইবে:

 

            তবে শর্ত থাকে যে, ধারা ২৮ এর অধীন মুনাফা ব্যতীত ভিন্ন উদ্দেশ্য বিশিষ্ট সমিতি এবং ধারা ২৯ এর অধীন গ্যারান্টি দ্বারা সীমিতদায় কোম্পানীর ক্ষেত্রে এই ধারার কোনো কিছুই প্রযোজ্য হইবে না।]


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs