কোষ্ট গার্ড আইন, ১৯৯৪

( ১৯৯৪ সনের ২৬ নং আইন )

এই আইন বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬ (২০১৬ সনের ৯ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।

কোষ্ট গার্ড বাহিনী গঠনকল্পে বিধান প্রণয়নের জন্য প্রণীত আইন৷
 
 
 
যেহেতু বাংলাদেশের সামুদ্রিক এলাকা এবং কতিপয় অন্যান্য জলসীমা এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঐ সকল এলাকায় জাতীয় স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজন;
 
 
 
 
সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
 
 
 

সূচি

ধারাসমূহ