এই আইন আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩ (২০২৩ সনের ৬৫ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।
সূচি
ধারাসমূহ
১৷ সংক্ষিপ্ত শিরোনামা
২৷ সংজ্ঞা
৩৷ ব্যাটালিয়ন আনসার গঠন
৪৷ তত্ত্বাবধান ও পরিচালনা
৫৷ কর্মকর্তা, কর্মচারী ইত্যাদি
৬৷ ব্যাটালিয়ন আনসার অংগীভূতকরণ
৬ক৷ অংগীভূত ব্যাটালিয়ন আনসারদের চাকুরীতে স্থায়ীকরণ
৭৷ ব্যাটালিয়ন আনসারের পদ, ইত্যাদি
৮৷ ব্যাটালিয়ন আনসারের দায়িত্ব, ইত্যাদি
৯৷ অস্ত্র ও গোলাবারুদ বহন
১০৷ আদেশ পালনে বাধ্যবাধকতা
১১৷ অপরাধ ও দণ্ড
১২৷ অপরাধের বিচার
১৩৷ আদালত গঠন, ইত্যাদি
১৪৷ আদালতসমূহের কার্যবিধি
১৫৷ শৃংখলামূলক ব্যবস্থা
১৬৷ আপীল
১৭৷ ব্যাটালিয়ন আনসার সদস্যের গ্রেপ্তার
১৮৷ ক্ষমতা অর্পণ
১৯৷ বিধি প্রণয়নের ক্ষমতা
২০৷ প্রবিধান প্রণয়নের ক্ষমতা
২১৷ রহিতকরণ ও হেফাজত