প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ব্যাটালিয়ন আনসার আইন, ১৯৯৫

( ১৯৯৫ সনের ৪ নং আইন )

ব্যাটালিয়ন আনসারের দায়িত্ব, ইত্যাদি
৮৷ (১) ব্যাটালিয়ন আনসারের দায়িত্ব হইবে-
 
 
 
 
(ক) জননিরাপত্তামূলক কোন কাজে সরকার বা সরকারের অধীন কোন কর্তৃপক্ষকে সহায়তা প্রদান করা;
 
 
 
 
(খ) দেশের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক নির্দেশিত যে কোন জনকল্যাণমূলক কাজে অংশ গ্রহণ করা;
 
 
 
 
(গ) দেশের যে কোন দুর্যোগ মোকাবেলায় সরকার কর্তৃক নির্দেশিত কাজে অংশগ্রহণ করা; এবং
 
 
 
 
(ঘ) প্রবিধান দ্বারা নির্ধারিত অন্যান্য কাজ করা৷
 
 
 
 
(২) বিশেষ করিয়া এবং উপরোক্ত বিধানের সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া ব্যাটালিয়ন আনসার সরকারের নির্দেশে িনুবর্ণিত বাহিনীসমূহকে সহায়তা ও সাহায্য প্রদান করিবে, যথা:-
 
 
 
 
(ক) স্থল বাহিনী;
 
 
 
 
(খ) নৌ-বাহিনী;
 
 
 
 
(গ) বিমান বাহিনী;
 
 
 
 
(ঘ) বাংলাদেশ রাইফেলস্‌;
 
 
 
 
(ঙ) পুলিশ বাহিনী৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs