প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

গ্রাম প্রতিরক্ষা দল আইন, ১৯৯৫

( ১৯৯৫ সনের ৫ নং আইন )

গ্রাম প্রতিরক্ষা দলের পদ
৭৷ (১) গ্রাম প্রতিরক্ষা দলের িনুবর্ণিত সকল বা যে কোন পদ থাকিবে, যথা :-
 
 
 
 
(ক) ইউনিয়ন দলনেতা ও দলনেত্রী;
 
 
 
 
(খ) ইউনিয়ন সহকারী দলনেতা ও দলনেত্রী;
 
 
 
 
(গ) ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী;
 
 
 
 
(ঘ) ওয়ার্ড সহকারী দলনেতা ও দলনেত্রী;
 
 
 
 
(ঙ) গ্রাম দলনেতা ও দলনেত্রী;
 
 
 
 
(চ) গ্রাম সহকারী দলনেতা ও দলনেত্রী;
 
 
 
 
(ছ) গ্রাম প্রতিরক্ষা সদস্য৷
 
 
 
 
(২) মহাপরিচালক প্রত্যেক শহর, ওয়ার্ড, ইউনিয়ন ও গ্রামে এক বা একাধিক গ্রাম প্রতিরক্ষা প্লাটুন গঠন করিতে পারিবেন এবং উহাদের গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে৷
 
 
 
 
(৩) মহাপরিচালক, প্রয়োজনে, গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যগণকে নির্দিষ্ট সময়ের জন্য অঙ্গীভূত করিতে পারিবেন৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs