প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক আইন, ১৯৯৫

( ১৯৯৫ সনের ২১ নং আইন )

বণ্ড এবং ঋণপত্র
১৭৷ (১) ব্যাংক, সরকারের পূর্বানুমোদনক্রমে, বণ্ড এবং ঋণপত্র জারী এবং বিক্রয় করিতে পারিবে এবং সরকার কর্তৃক নির্ধারিত সুদের হারই হইবে উক্ত বণ্ড ও ঋণপত্রের সুদের হার৷
 
 
 
 
(২) উপ-ধারা (১) এর অধীন জারীকৃত এবং বিক্রিত বণ্ড এবং ঋণপত্রে সরকারী নিশ্চয়তা থাকিবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs