পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬

( ১৯৯৬ সনের ৬ নং আইন )

পানি সরবরাহ ও পয়ঃপ্রণালী ব্যবস্থা নির্মাণ, উন্নয়ন, সম্প্রসারণ, পরিচালনা ও সংরক্ষণ এবং পরিবেশগত স্বাস্থ্য ব্যবস্থা সংক্রান্ত অন্যান্য সুবিধাদি সম্পর্কে বিধানকরণ এবং তদুদ্দেশ্যে কর্তৃপক্ষ প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন৷
 
 
 
যেহেতু পানি সরবরাহ ও পয়ঃপ্রণালী ব্যবস্থা নির্মাণ, উন্নয়ন, সম্প্রসারণ, পরিচালনা ও সংরক্ষণ এবং পরিবেশগত স্বাস্থ্য ব্যবস্থা সংক্রান্ত অন্যান্য সুবিধাদি সম্পর্কে এবং তদুদ্দেশ্যে কর্তৃপক্ষ প্রতিষ্ঠাকল্পে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন

২৷ সংজ্ঞা

৩৷ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা

৪৷ শেয়ার মূলধন

৫৷ কর্তৃপক্ষের সাধারণ পরিচালনা

৬৷ বোর্ডের গঠন

৭৷ বোর্ডের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান

৮৷ চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও সদস্যগণের পদত্যাগ

৯৷ আকস্মিক শূন্যতা এবং অনুপস্থিতি

১০৷ বোর্ডের ক্ষমতা ও দায়িত্ব

১১৷ বোর্ডের সভা

১২৷ কমিটি গঠন

১৩৷ সদস্যগণের ফিস

১৪৷ সভার কার্যবিবরণী সরকারের নিকট প্রেরণ

১৫৷ ক্ষমতা অর্পণ

১৬৷ নীতির প্রশ্নে নীতি-বিবৃতি দ্বারা পরিচালনা

১৭৷ কর্তৃপক্ষের সাধারণ ক্ষমতা ও দায়িত্ব

১৮৷ সরকার বা অন্য কোন সংস্থা কর্তৃক প্রণীত স্কীম বাস্তবায়ন

১৯৷ পৌরসভা বা অন্য কোন সংস্থা হইতে দায়িত্ব হস্তান্তর

২০৷ নির্দেশ দেওয়ার ক্ষমতা

২১৷ প্রদত্ত সেবার জন্য অভিকর আরোপের ক্ষমতা

২২৷ অভিকর সংশোধন

২৩৷ অভিকর প্রকাশ

২৪৷ কর্তৃপক্ষ ব্যতীত অন্য কাহারও পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ইত্যাদি নিষিদ্ধ

২৫৷ রেয়াত ও অধিকর

২৬৷ পানির সংযোগ বিচ্ছিন্নকরণ

২৭৷ চুক্তি

২৮৷ ব্যবস্থাপনা পরিচালক

২৯৷ উপ-ব্যবস্থাপনা পরিচালক

৩০৷ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ

৩১৷ চাকুরীতে নিয়োগ, চাকুরীর শর্তাবলী ও শৃংখলামূলক ব্যবস্থা

৩২৷ ঋণ গ্রহণের ক্ষমতা

৩৩৷ ঋণ যে উদ্দেশ্যে গ্রহণ করা হয় সে উদ্দেশ্যে ব্যয়করণ

৩৪৷ বাজেট

৩৫৷ ব্যয় বাজেট বরাদ্দভুক্ত থাকিতে হইবে

৩৬৷ হিসাব

৩৭৷ হিসাবের সংক্ষিপ্ত বিবরণ পেশ

৩৮৷ বার্ষিক প্রতিবেদন

৩৯৷ কর্র্তৃপক্ষের পাওনা আদায়

৪০৷ হিসাবের বার্ষিক নিরীক্ষা

৪১৷ সরকারের বিশেষ দায়িত্ব

৪২৷ বোর্ডের অপসারণ

৪৩৷ কর্র্তৃপক্ষের জন্য জমি হুকুম দখল বা অধিগ্রহণ

৪৪৷ প্রবেশের ক্ষমতা

৪৫৷ কাজকর্ম ও কার্যধারার বৈধতা

৪৬৷ সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

৪৭৷ জনসেবক

৪৮৷ বিধি প্রণয়নের ক্ষমতা

৪৯৷ প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৫০৷ অপরাধ

৫১৷ অপরাধ বিচারার্থ গ্রহণ

৫২৷ দণ্ড

৫৩৷ বিধি ও প্রবিধান লংঘনের দণ্ড

৫৪৷ অপরাধ আপোষ

৫৫৷ রহিতকরণ ইত্যাদি

তফসিল

SCHEDULE