প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ১৯৯৬

( ১৯৯৬ সনের ৭ নং আইন )

সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
 
 
 
 
(ক) “ইনষ্টিটিউট” অর্থ তফসিলে উল্লিখিত কোন ইনষ্টিটিউট;
 
 
 
 
(খ) “কর্মচারী” অর্থ কাউন্সিলের কোন কর্মচারী, এবং কাউন্সিলের কোন কর্মকর্তাও এই সংজ্ঞার অন্তর্ভুক্ত হইবেন;
 
 
 
 
(গ) “কাউন্সিল” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল;
 
 
 
 
(ঘ) “কো-চেয়ারম্যান” অর্থ গভর্ণিং বডির কো-চেয়ারম্যান;
 
 
 
 
(ঙ) “কৃষি” বলিতে নিম্নবর্ণিত কার্যাবলী অন্তর্ভুক্ত হইবে, যথা:-
 
 
 
 
(অ) ফলমূলসহ সকল প্রকার উদ্ভিজ্জ, ফসল উত্পাদন, উক্ত ফসলসমূহ সংরক্ষণ এবং উহাদের প্রারম্ভিক প্রক্রিয়াকরণ ও ব্যবহার এবং তত্সংক্রান্ত কার্যাবলী;
 
 
 
 
(আ) বনজ সম্পদ উন্নয়ন, সংরক্ষণ ও তত্সংক্রান্ত কার্যাবলী;
 
 
 
 
(ই) পশু পালন, প্রজনন, পশু সম্পদ উন্নয়ন এবং তত্সংক্রান্ত কার্যাবলী;
 
 
(ঈ) মত্স্য, শক্ত খোলযুক্ত জলজ প্রাণী (Crustaceans) এবং সরকার কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, মনুষ্য-খাদ্য হিসাবে ঘোষিত অন্য কোন জলজ প্রাণীর চাষ, প্রজনন, উন্নয়ন এবং তত্সংক্রান্ত কার্যাবলী;
 
 
 
 
(চ) “গভর্ণিং বডি” অর্থ ধারা ৫(১) অনুসারে গঠিত গভর্ণিং বডি;
 
 
 
 
(ছ) “চেয়ারম্যান” অর্থ গভর্ণিং বডির চেয়ারম্যান;
 
 
 
 
(জ) “তফসিল” অর্থ এই আইনের কোন তফসিল;
 
 
 
 
(ঝ) “নির্বাহী চেয়ারম্যান” অর্থ ধারা ১২ এর অধীনে নিযুক্ত চেয়ারম্যান;
 
 
 
 
(ঞ) “নির্বাহী পরিষদ” অর্থ ধারা ১০ অনুসারে গঠিত নির্বাহী পরিষদ;
 
 
 
 
(ট) “প্রবিধান” অর্থ ধারা ২২ এর অধীনে প্রণীত প্রবিধান;
 
 
 
 
(ঠ) “বিধি” অর্থ ধারা ২১ এর অধীনে প্রণীত বিধি;
 
 
 
 
(ড) “সচিবালয়” অর্থ ধারা ১৩(১) এ উল্লিখিত সচিবালয়;
 
 
 
 
(ঢ) “সদস্য-পরিচালক” অর্থ ধারা ১৩(২) এ উল্লিখিত সদস্য-পরিচালক;
 
 
 
 
(ণ) “সহযোগী সংগঠন” অর্থ এমন কোন সংগঠন বা সংস্থা যাহা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, একটি সহযোগী সংগঠনরূপে কাউন্সিল কর্তৃক স্বীকৃত;
 
 
 
 
(ত) “সিস্টেম” অর্থ কৃষি গবেষণা এবং তত্সংশ্লিষ্ট কার্যক্রমের উদ্দেশ্যে, কাউন্সিল ইনষ্টিটিউটসমূহের সম্মিলিত রূপ৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs