প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ১৯৯৬

( ১৯৯৬ সনের ৭ নং আইন )

গভর্ণিং বডি ও উহার গঠন
৫৷ (১) কাউন্সিলের একটি গভর্ণিং বডি থাকিবে, যাহা নিম্নবর্ণিত সদস্য-সমন্ববয়ে গঠিত হইবে, যথা:-
 
 
 
 
(ক) কৃষি বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, পদাধিকারবলে, যিনি গভর্ণিং বডির চেয়ারম্যানও হইবেন;
 
 
 
 
(খ) মত্স্য ও পশুসম্পদ বিষয়ক মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, পদাধিকারবলে, যিনি গভর্ণিং বডির কো-চেয়ারম্যানও হইবেন;
 
 
 
 
(গ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত দুইজন সংসদ-সদস্য;
 
 
 
 
(ঘ) নির্বাহী চেয়ারম্যান, পদাধিকারবলে;
 
 
 
 
(ঙ) পরিকল্পনা কমিশনের কৃষি বিষয়ক সদস্য, পদাধিকারবলে;
 
 
 
 
(চ) কৃষি, মত্স্য ও পশুসম্পদ, বাণিজ্য, এবং পরিবেশ ও বন বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগসমূহের সচিবগণ, পদাধিকারবলে;
 
 
 
 
(ছ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, পদাধিকারবলে;
 
 
 
 
(জ) রেক্টর, ইনষ্টিটিউট অব পোষ্টগ্রাজুয়েট ষ্টাডিজ ইন এগ্রিকালচার (ইপসা), পদাধিকারবলে;
 
 
 
 
(ঝ) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং সংস্থাপন বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক মনোনীত যুগ্ম-সচিবের নিম্নে নহেন এরূপ পদমর্যাদা সম্পন্ন একজন করিয়া কর্মকর্তা;
 
 
 
 
(ঞ) কৃষি সম্প্রসারণ, পরিবেশ, পশুসম্পদ, বন ও মত্স্য অধিদপ্তরসমূহের প্রধানগণ, পদাধিকারবলে;
 
 
 
 
(ট) চেয়ারম্যান কর্তৃক মনোনীত এইরূপ তিনজন বিজ্ঞানী যাহারা কাউন্সিল অথবা কোন ইনষ্টিটিউটে কর্মরত নহেন এবং খাদ্যশস্য, অর্থকরী ফসল, মত্স্য চাষ, পশু পালন, পশু চিকিত্সা, বন, পরিবেশ, প্রাকৃতিক
 
 
সম্পদ বিষয়ক বিজ্ঞান, সমাজ বিষয়ক বিজ্ঞান (Social Science) অথবা সংশ্লিষ্ট অপর কোন বিজ্ঞানের ক্ষেত্রে প্রথিতযশা গবেষকরূপে স্বীকৃত;
 
 
 
 
(ঠ) চেয়ারম্যান কর্তৃক মনোনীত একজন আদর্শ কৃষক, কৃষিজ সামগ্রীর ব্যবসায়ী সম্প্রদায়ের একজন প্রতিনিধি এবং কৃষি গবেষণা বা কৃষি উন্নয়নের সহিত জড়িত কোন বেসরকারী সংস্থা (এন, িজ,ও) এর একজন প্রতিনিধি৷
 
 
 
 
ব্যাখ্যা৷- দফা (১) (ক) ও (চ) তে উল্লিখিত কৃষি বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগ, দফা (ঙ) তে উল্লিখিত কৃষি বিষয়ক সদস্য এবং দফা (ঝ) তে উল্লেখিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলিতে যথাক্রমে সরকার কর্তৃক নির্ধারিত মন্ত্রণালয় বা বিভাগ, সদস্য এবং অধিদপ্তরকে বুঝাইবে৷
 
 
 
 
(২) গভর্ণিং বডির গঠনে ত্রুটি রহিয়াছে বা উহাতে কোন শূন্যতা রহিয়াছে এই কারণে গভর্ণিং বডির কোন কার্য বা কার্যধারা বেআইনী হইবে না বা তত্সম্পর্কে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs