প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ১৯৯৬

( ১৯৯৬ সনের ৭ নং আইন )

সদস্য পদের মেয়াদ
৬৷ (১) ধারা ৭ এর বিধান সাপেক্ষে, ধারা ৫(১) এর (ঞ) এবং (ট) এর অধীনে মনোনীত কোন ব্যক্তির সদস্যপদের মেয়াদ হইবে উক্ত পদে তাহার মনোনয়নের তারিখের পরবর্তী তিন বত্সর৷
 
 
 
 
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত যে কোন মনোনীত সদস্য চেয়ারম্যানের স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs