প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ১৯৯৬

( ১৯৯৬ সনের ৭ নং আইন )

নির্বাহী পরিষদ
১০৷ (১) কাউন্সিলের একটি নির্বাহী পরিষদ থাকিবে, যাহা নিম্নরূপ সদস্য-সমন্বববয়ে গঠিত হইব, যথা:-
 
 
 
 
(ক) নির্বাহী চেয়ারম্যান, পদাধিকারবলে;
 
 
 
 
(খ) সদস্য-পরিচালকগণ, পদাধিকারবলে;
 
 
 
 
(গ) ইনষ্টিটিউটসমূহের প্রধান নির্বাহীগণ, যে নামেই অভিহিত হউন না কেন পদাধিকারবলে৷
 
 
 
 
(২) ধারা ৪ এর বিধান সাপেক্ষে, নির্বাহী পরিষদ কাউন্সিলের সকল ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদন করিবে৷
 
 
 
 
(৩) নির্বাহী পরিষদে গঠনে ত্রুটি বা উহাতে কোন শূন্যতা রহিয়াছে শুধুমাত্র এই কারণে উহার কোন কোন কার্য বা কার্যধারা বেআইনী হইবে না বা তত্সম্পর্কে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs