প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ১৯৯৬

( ১৯৯৬ সনের ৭ নং আইন )

কতিপয় আইন অপ্রযোজ্য
২৫৷ কাউন্সিল বা তত্কর্তৃক পরিচালিত কার্যক্রম এর ক্ষেত্রে Factories Act, 1965 (E.P. Act IV of 1965), Shops and Establishments Act, 1965 (E.P. Act VII of 1965), Employment of Labour (Standing Orders) Act, 1965 (E.P. Act VIII of 1965) অথবা Industrial Relations Ordinance, 1969 (Ord. XXIII of 1969) এর বিধানাবলী প্রযোজ্য হইবে না৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs