বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনষ্টিটিউট আইন, ১৯৯৬

( ১৯৯৬ সনের ১১ নং আইন )

এই আইন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৯ (২০১৯ সনের ১৭ নং আইন)  দ্বারা রহিত করা হইয়াছে।

বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনষ্টিটিউট স্থাপনকল্পে প্রণীত আইন৷
 
 
 
যেহেতু বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনষ্টিটিউট নামে একটি ইনষ্টিটিউট স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা

২৷ সংজ্ঞা

৩৷ ইনষ্টিটিউট স্থাপন

৪৷ ইনষ্টিটিউটের প্রধান কার্যালয়

৫৷ ইনষ্টিটিউট পরিচালনা

৬৷ ব্যবস্থাপনা বোর্ড

৭৷ ইনষ্টিটিউটের কার্যাবলী

৮৷ বোর্ডের সভা

৯৷ কমিটি

১০৷ ইনষ্টিটিউটের তহবিল

১১৷ মহা-পরিচালক

১১ক৷ পরিচালক নিয়োগ

১২৷ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ

১৩৷ বার্ষিক বাজেট বিবরণী

১৪৷ হিসাব রক্ষণ ও নিরীক্ষা

১৫৷ প্রতিবেদন

১৬৷ সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

১৭৷ ক্ষমতা অর্পণ

১৮৷ ইনষ্টিটিউট দোকান ইত্যাদি হিসাবে গণ্য হইবে না

১৯৷ বিধি প্রণয়নের ক্ষমতা

২০৷ প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২১৷ ইক্ষু গবেষণা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউটের বিলোপ ইত্যাদি

২২৷ রহিতকরণ ও হেফাজত