বাংলাদেশ বেসরকারী রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল আইন, ১৯৯৬

( ১৯৯৬ সনের ২০ নং আইন )

রপ্তানীমুখী শিল্প স্থাপনের জন্য বেসরকারী রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন৷
 
 
 
যেহেতু রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠান এবং উহার উন্নয়ন, পরিচালনা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ এবং তত্সম্পর্কিত প্রাসংগিক অন্যান্য বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা

২৷ সংজ্ঞা

৩৷ গভর্ণর বোর্ড

৪৷ বোর্ডের ক্ষমতা, ইত্যাদি

৫৷ বোর্ডের সভা

৬৷ নির্বাহী সেল

৭৷ নির্বাহী সেলের কার্যাবলী

৮৷ নির্বাহী সেলের কর্মকর্তা, কর্মচারী ইত্যাদি, নিয়োগ

৯৷ কমিটি

১০৷ জোনের জায়গা নির্বাচন, ইত্যাদি

১১৷ জোন ঘোষণা, ইত্যাদি

১২৷ জোনের জন্য জমি অধিগ্রহণ

১৩৷ উদ্যোক্তা কোম্পানীর দায়িত্ব, ইত্যাদি

১৪৷ শিল্প প্রতিষ্ঠান স্থাপনের অনুমতিপত্র, ইত্যাদি

১৫৷ বন্ডেড সুবিধা, ইত্যাদি

১৬৷ Act XXXVI of 1980 এর অধীন প্রতিষ্ঠিত Zone এর জন্য প্রদত্ত রেয়াতী সুবিধার প্রয়োগ

১৭৷ প্রতিবেদন, ইত্যাদি

১৮৷ কতিপয় আইনের প্রয়োগ হইতে অব্যাহতি

১৯৷ লাইসেন্স, ইত্যাদি বাতিল

২০৷ প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২১৷ ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ