সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
(ক) “অনুমতি পত্র” অর্থ ধারা ১০(১) এর অধীন প্রদত্ত অনুমতি পত্র;
(খ) “উদ্যোক্তা কোম্পানী” অর্থ জোন প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে
কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর অধীন নিবন্ধনকৃত কোন কোম্পানী, যাহাকে ধারা ১০ এর অধীন জায়গা নির্বাচন করার অনুমতি পত্র প্রদান করা হইয়াছে বা ধারা ১১ এর অধীন লাইসেন্স মঞ্জুর করা হইয়াছে;
(গ) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান;
(ঘ) “জোন” অর্থ রপ্তানীমুখী শিল্প স্থাপনের জন্য ধারা ১১ এর অধীন ঘোষিত কোন বেসরকারী রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল;
(ঙ) “নির্বাহী সেল” অর্থ ধারা ৬ এর অধীন স্থাপিত বোর্ডের নির্বাহী সেল;
(চ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
(ছ) “পরিচালক মণ্ডলী” অর্থ সংশ্লিষ্ট উদ্যোক্তা কোম্পানীর পরিচালনা পর্ষদ;
(জ) “বোর্ড” অর্থ ধারা ৩ এর অধীন গঠিত গভর্ণর বোর্ড;
(ঝ) “মহা-পরিচালক” অর্থ নির্বাহী সেল এর মহা-পরিচালক;
(ঞ) “লাইসেন্স” অর্থ ধারা ১১(২) এর অধীন মঞ্জুরীকৃত কোন লাইসেন্স;
(ট) “সদস্য” অর্থ বোর্ডের সদস্য৷