উদ্যোক্তা কোম্পানীর দায়িত্ব, ইত্যাদি
১৩৷ (১) উহার সংঘবিধিতে যাহা কিছুই থাকুক না কেন, উদ্যোক্তা কোম্পানীর নিম্্নরূপ দায়িত্ব থাকিবে, যথা:-
(ক) জোনে দেশী এবং বিদেশী বিনিয়োগ উত্সাহিত ও উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি বিধান ও গতিসঞ্চার করা;
(খ) জোনের মাধ্যমে বাংলাদেশের রপ্তানী বৃদ্ধি দ্বারা বৈদেশিক মুদ্রা অর্জনের উত্স বহুমুখী করা;
(গ) বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি প্রশস্ত এবং শক্তিশালী করার উদ্দেশ্যে জোনে শিল্প ও বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠা ও উন্নয়নে উত্সাহিত ও উদ্বুদ্ধ করা;
(ঘ) উন্নত প্রযুক্তির মাধ্যমে উত্পাদনশীল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গতি সঞ্চার এবং শ্রমিক ব্যবস্থাপনার দক্ষতার উন্নতি সাধন করা;
(ঙ) প্রয়োজনে, ভবন ও পণ্যাগার সুবিধাসহ অন্যান্য অবকাঠামো সুবিধার ব্যবস্থা করা;
(চ) এই আইনের বিধান সাপেক্ষে, বোর্ড বা নির্বাহী সেল কর্তৃক নির্দেশিত যে কোন কার্য করা৷
(২) কোন উদ্যোক্তা কোম্পানী উহার পরিচালনাধীন জোনে বিনিয়োগকারীদের নিকট জমি, ভবন বা ভবনের অংশ বরাদ্দ করিতে পারিবে৷