বাংলাদেশ কমার্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড (পুনর্গঠন) আইন, ১৯৯৭

( ১৯৯৭ সনের ১২ নং আইন )

বাংলাদেশ কমার্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডকে পুনর্গঠন করিয়া একটি ব্যাংক প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন৷
 
 
 
যেহেতু বাংলাদেশ কমার্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড, অতঃপর বিসিআই বলিয়া উল্লিখিত, একটি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসাবে কার্যক্রম চালানোর জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমতিপ্রাপ্ত হইয়া উহার ঋণ প্রদানকারী এবং আমানতকারীদের স্বার্থের হানিকর ব্যবসায়ে নিয়োজিত হইয়াছিল;
 
 
 
 
এবং যেহেতু বাংলাদেশ ব্যাংক, বিসিআই এর সহিত সংশ্লিষ্ট সকলের স্বার্থে, ২৮শে এপ্রিল, ১৯৯২ ইং তারিখ হইতে বিসিআই এর সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করিয়াছে;
 
 
 
 
এবং যেহেতু উক্তরূপ স্থগিতাদেশের পর বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত নিরীক্ষা এবং পরিদর্শন প্রতিবেদন হইতে ইহা স্পষ্টতই প্রতীয়মান হইয়াছে যে, বিসিআই উহার দায় পরিশোধে গুরুতর সংকটের সম্মুখীন হইয়াছে;
 
 
 
 
এবং যেহেতু বিসিআইতে বিভিন্ন প্রতিষ্ঠানসহ লক্ষাধিক সাধারণ মানুষ অর্থ বিনিয়োগ করিয়াছে এবং সেই অর্থ দীর্ঘ সময় আবদ্ধ রহিয়াছে;
 
 
 
 
এবং যেহেতু বিসিআইতে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান বিসিআই এর ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করিয়াছেন এবং বিসিআইকে পুনর্গঠনের মাধ্যমে একটি তফসিলী ব্যাংকে রূপান্তর করিয়া উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করিবার জন্য সরকারের নিকট আবেদন করিয়াছেন;
 
 
 
 
এবং যেহেতু সরকার, বাংলাদেশ ব্যাংকের সহিত পরামর্শক্রমে, এই মর্মে সন্তুষ্ট হইয়াছে যে, বিসিআই এর আমানতকারী ও উহাকে ঋণ প্রদানকারীদের স্বার্থে এবং জনস্বার্থে বিসিআইকে পুনর্গঠন করিয়া একটি তফসিলী ব্যাংক হিসাবে রূপান্তর করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেইহেতু নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল :-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন

২৷ সংজ্ঞা

৩৷ বাংলাদেশ কমার্স ব্যাংক প্রতিষ্ঠা, ইত্যাদি

৪৷ ব্যাংকের উদ্যোক্তা

৫৷ মূলধন

৬৷ মূলধন বা শেয়ার মূল্য পরিশোধের পদ্ধতি

৭৷ পরিচালক পর্ষদ

৮৷ বিসিআই এর দায়গ্রস্তদের পরিচালক পর্ষদের সদস্য হওয়ার বা থাকার যোগ্যতা

৯৷ বিসিআই এর উদ্যোক্তা বা পরিচালক শেয়ার

১০৷ প্রধান নির্বাহী

১১৷ দায়

১২৷ সম্ভাব্য দায়

১৩৷ বিসিআই এর সম্পদ ইত্যাদি ন্যস্তকরণ

১৪৷ নির্ধারিত দিনের পর আমানতের উপর প্রদেয় সুদ

১৫৷ বিসিআই এর কর্মকর্তা ও কর্মচারী

১৬৷ মামলা-মোকদ্দমা

১৭৷ বিসিআই কর্তৃক লেনদেনকৃত অথচ লিপিবদ্ধ হয় নাই এমন লেনদেনের সমন্বয়

১৮৷ দায়মুক্ত

১৯৷ আইনের অন্তর্ভুক্ত হয় নাই এমন কোন বিষয়

২০৷ জটিলতা নিরসনের ক্ষমতা

২১৷ কার্যক্রমের হেফাজত

২২৷ ব্যাখ্যা