প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ কমার্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড (পুনর্গঠন) আইন, ১৯৯৭

( ১৯৯৭ সনের ১২ নং আইন )

দায়
১১৷ (১) বিসিআই এর হিসাব বহিতে হিসাবায়িত সকল দায় এর শুধুমাত্র আসল (সুদ ব্যতীত) এই আইনের বিধানাবলী সাপেক্ষে এবং তদনুযায়ী সমন্বয়ের পর, নির্ধারিত দিনে ব্যাংকের দায় হইবে৷
 
 
 
 
(২) এই আইনের বিধান অনুযায়ী সমন্বয়ের পর হ্রাসকৃত দায় নগদ অর্থে অথবা পাওনাদার যেভাবে চাহেন নিম্্নবর্ণিত সূচী অনুযায়ী সেইভাবে পরিশোধ করা হইবে, যথা:-
 
 
 
 
টাকার পরিমাণ পরিশোধের সময়
 
 
প্রথম ২৫,০০০ টাকা নির্ধারিত দিনের ০২ মাস পর হইতে ০৪ মাসের মধ্যে৷
 
 
আরো ২৫,০০০ টাকা নির্ধারিত দিনের ০৪ মাস পর হইতে ০৬ মাসের মধ্যে৷
 
 
আরো ২৫,০০০ টাকা নির্ধারিত দিনের ০৬ মাস পর হইতে ০৮ মাসের মধ্যে৷
 
 
আরো ২৫,০০০ টাকা নির্ধারিত দিনের ০৮ মাস পর হইতে ১০ মাসের মধ্যে৷
 
 
আরো ২৫,০০০ টাকা নির্ধারিত দিনের ১০ মাস পর হইতে ১২ মাসের মধ্যে৷
 
 
আরো ২৫,০০০ টাকা নির্ধারিত দিনের ১২ মাস পর হইতে ১৫ মাসের মধ্যে৷
 
 
আরো ৫০,০০০ টাকা নির্ধারিত দিনের ১৫ মাস পর হইতে ১৮ মাসের মধ্যে৷
 
 
আরো ৫০,০০০ টাকা নির্ধারিত দিনের ১৮ মাস পর হইতে ২১ মাসের মধ্যে৷
 
 
আরো ৫০,০০০ টাকা নির্ধারিত দিনের ২১ মাস পর হইতে ২৪ মাসের মধ্যে৷
 
 
আরো ৫০,০০০ টাকা নির্ধারিত দিনের ২৪ মাস পর হইতে ২৭ মাসের মধ্যে৷
 
 
আরো ৫০,০০০ টাকা নির্ধারিত দিনের ২৭ মাস পর হইতে ৩০ মাসের মধ্যে৷
 
 
আরো ৫০,০০০ টাকা নির্ধারিত দিনের ৩০ মাস পর হইতে ৩৩ মাসের মধ্যে৷
 
 
আরো ৫০,০০০ টাকা নির্ধারিত দিনের ৩৩ মাস পর হইতে ৩৬ মাসের মধ্যে৷
 
 
আরো ৫০,০০০ টাকা নির্ধারিত দিনের ৩৬ মাস পর হইতে ৪২ মাসের মধ্যে৷
 
 
আরো ১,০০,০০০ টাকা নির্ধারিত দিনের ৪২ মাস পর হইতে ৪৮ মাসের মধ্যে৷
 
 
আরো ১,০০,০০০ টাকা নির্ধারিত দিনের ৪৮ মাস পর হইতে ৫৪ মাসের মধ্যে৷
 
 
আরো ১,০০,০০০ টাকা নির্ধারিত দিনের ৫৪ মাস পর হইতে ৬০ মাসের মধ্যে৷
 
 
অবশিষ্ট স্থিতি নির্ধারিত দিনের ৬০ মাস পর৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs