প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ১৯৯৭

( ১৯৯৭ সনের ১৫ নং আইন )

১৯৯১ সনের ২২ নং আইনের সংশোধন
৬৷ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২নং আইন) এর-
 
 
 
 
(১) ধারা ২ এর দফা (ড) এর পর নিম্নরূপ নূতন দফা (ডড) সন্নিবেশিত হইবে, যথা:-
 
 
 
 
“(ডড) “বাণিজ্যিক দলিল” অর্থ কোন ব্যক্তির বাণিজ্যিক লেনদেন বা তাঁহার ব্যবসায়ের আর্থিক অবস্থাজ্ঞাপক কোন লেনদেন লিপিবদ্ধ করিবার জন্য উক্ত ব্যক্তি কর্তৃক রক্ষিত সংশ্লিষ্ট হিসাব রক্ষণ বহি বা নথিপত্র বা কাগজপত্র সমূহ, যথা, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ক্যাশ মেমো, দৈনিক ক্রয়-বিক্রয় হিসাব, ক্যাশ বহি, প্রাথমিক বা জাবেদা বহি, ব্যাংক একাউন্ট ও তত্সংশ্লিষ্ট হিসাব বা নথিপত্র, রেওয়ামিল, খতিয়ান, আর্থিক বিবরণী ও বিশ্লেষণী সমূহ, লাভ-লোকসান হিসাব, লাভ-লোকসান সমন্বয় হিসাব, ব্যাংক হিসাব সমন্বয় ও স্থিতিপত্র, এবং নিরীক্ষা প্রতিবেদনসহ সংশ্লিষ্ট যে কোন দলিল৷”;
 
 
 
 
(২) ধারা ৫ এর উপ-ধারা (২) এর শতাংশের শেষ প্রান্তস্থিত দাঁড়ির পরিবর্তে কোলন প্রতিস্থাপিত হইবে এবং তত্পর নিম্নরূপ নূতন শর্তাংশ সংযোজিত হইবে, যথা:-
 
 
 
 
“আরও শর্ত থাকে যে, কোন ব্যবসায়ী কর্তৃক কোন নির্দিষ্ট পণ্য বা পণ্য শ্রেণীর সরবরাহের ক্ষেত্রে বোর্ড, তত্কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত মূল্য সংযোজনের হারের ভিত্তিতে, মূল্য সংযোজন কর ধার্য করিতে পারিবে৷”;
 
 
 
 
(৩) ধারা ৭ এর উপ-ধারা (২) এর দফা (ক) এর “আমদানী শুল্ক যে মূল্যের উপর আরোপিত হয় সেই মূল্য” শব্দগুলির পরিবর্তে “আমদানী শুল্ক আরোপনীয় মূল্যের সহিত আমদানী শুল্ক যোগ করিয়া যে মূল্য হয় সেই মূল্য” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
 
 
 
 
(৪) ধারা ৮ এর উপ-ধারা (১) এর “দুই শতাংশ” শব্দগুলির পরিবর্তে “চার শতাংশ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
 
 
 
 
(৫) ধারা ৮ক এর উপ-ধারা (১) এর “দুই শতাংশ” শব্দগুলির পরিবর্তে “চার শতাংশ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
 
 
 
 
(৬) ধারা ১৩ এর উপান্ত শিরোনামার “প্রত্যর্পণ” শব্দটির পরিবর্তে “প্রত্যর্পণ (Drawback)” শব্দগুলি ও বন্ধনীগুলি প্রতিস্থাপিত হইবে;
 
 
 
 
(৭) ধারা ১৫ এর উপ-ধারা (২) এর শর্তাংশের “সরকারী গেজেটে” শব্দগুলি বিলুপ্ত হইবে;
 
 
 
 
(৮) ধারা ২৬ এর উপ-ধারা (১) এর শর্তাংশের শেষ প্রান্তস্থিত দাঁড়ির পরিবর্তে কোলন প্রতিস্থাপিত হইবে এবং তত্পর নিম্নরূপ নূতন শর্তাংশ সংযোজিত হইবে, যথা:-
 
 
 
 
“আরও শর্ত থাকে যে, কোন নিবন্ধিত ব্যক্তি বাণিজ্যিক দলিলাদি সংরক্ষণ করিতে চাহিলে তিনি যে সকল বাণিজ্যিক দলিলাদি সংরক্ষণ করিতে চাহেন উহাদের নমুনাসহ একটি ঘোষণা সংশ্লিষ্ট সহকারী কমিশনার বা উপ-কমিশনারের নিকট প্রদান করিবেন এবং পরবর্তীতে উক্ত দলিলাদিতে কোন সংশোধন করা হইলে সংশোধন কার্যকর করার এক সপ্তাহের মধ্যে তত্সম্পর্কে উক্ত কর্মকর্তাকে অবহিত করিবেন৷”;
 
 
 
 
(৯) ধারা ২৭ এর উপ-ধারা (১) এর প্রান্তস্থিত দাঁড়ির পরিবর্তে কোলন প্রতিস্থাপিত হইবে এবং তত্পর নিম্নরূপ শর্তাংশ সংযোজিত হইবে, যথা:-
 
 
 
 
“তবে শর্ত থাকে যে, বিধিতে উল্লিখিত কর্মকর্তা এই উপ-ধারার অধীন আটককৃত পণ্য, উক্ত পণ্যের ন্যায়-নির্ণয়ন অনিষ্পন্ন থাকা অবস্থায় (Pending adjudication) বিধিদ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও সংশ্লিষ্ট শর্তাধীনে ব্যাংক গ্যারান্টির বিপরীতে উহার মালিকের অনুকূলে অন্তর্বর্তীকালীন ছাড় প্রদান করিতে পারিবেন৷”;
 
 
 
 
(১০) ধারা ৩১ এর-
 
 
 
 
(ক) সর্বত্র “নথিসমূহ” এবং “নথিপত্র” শব্দগুলির পরিবর্তে “পুস্তক ও নথিপত্র” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং
 
 
 
 
(খ) শর্তাংশের “আমদানিকারক বা রপ্তানিকারক” শব্দগুলির পর “বা ব্যবসায়ী” শব্দগুলি সন্নিবেশিত হইবে;
 
 
 
 
(১১) ধারা ৩৭ এর উপ-ধারা (৩) এর পর নিম্্নরূপ নূতন উপ-ধারা (৩ক) সন্নিবেশিত হইবে, যথা:-
 
 
 
 
“(৩ক) উপ-ধারা (৩) এর অধীন মাসিক দুই শতাংশ হারে অতিরিক্ত কর সহ মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক পরিশোধের কারণে এই আইন বা তদধীনে প্রণীত বিধিমালার অধীন সংঘটিত কোন অপরাধের দণ্ড সম্পর্কিত কোন বিধানের কার্যকরতা ক্ষুন্ন হইবে না৷”;
 
 
 
 
(১২) ধারা ৩৯ এর উপ-ধারা (২) এর শর্তাংশের পরিবর্তে নিম্নরূপ শর্তাংশ প্রতিস্থাপিত হইবে, যথা:-
 
 
 
 
“তবে শর্ত থাকে যে, এই উপ-ধারার অধীন বাজেয়াপ্তযোগ্য যানবাহন আটক করা হইলে বিধিতে উল্লিখিত কর্মকর্তা উহার এবং উহাতে পরিবহনকৃত পণ্যের ন্যায় নির্ণয়ন অনিষ্পন্ন থাকা অবস্থায় (Pending adjudication), ব্যাংক গ্যারান্টির বিপরীতে বিধিদ্বারা নির্ধারিত পদ্ধতিতে অন্তবর্তীকালীন ছাড় প্রদান করিতে পারিবেন৷”;
 
 
 
 
(১৩) ধারা ৬৭ এর-
 
 
 
 
(ক) উপান্ত শিরোনামার পরিবর্তে নিম্নরূপ শিরোনামা প্রতিস্থাপিত হইবে, যথা:-
 
 
 
 
“ফেরত্ প্রদান (Refund)৷-”;
 
 
 
 
(খ) উপ-ধারা (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত হইবে, যথা:-
 
 
 
 
“(১) অসাবধানতাবশতঃ, ভুলবশতঃ বা ভুল ব্যাখ্যার কারণে বা অন্য কোন কারণে পরিশোধিত বা অধিক পরিশোধিত বলিয়া দাবীকৃত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বা টার্ণওভার কর বিধিদ্বারা নির্ধারিত পদ্ধতিতে ফেরত্ প্রদান (refund) করা যাইবে:
 
 
 
 
তবে শর্ত থাকে যে, মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বা টার্ণওভার কর পরিশোধের চার মাসের মধ্যে অনুরূপ দাবী উত্থাপন করা না হইলে এই উপ-ধারার অধীন ফেরত্ প্রদানের দাবী গ্রহণযোগ্য হইবে না৷”;
 
 
 
 
(১৪) দ্বিতীয় তফসিল এর-
 
 
 
 
(ক) শিরোনামা সংখ্যা S০০৭ এর বিপরীতে সেবা প্রদানকারী “বিজ্ঞাপনী সংস্থা” এর ব্যাখ্যার পরিবর্তে নিম্নরূপ ব্যাখ্যা প্রতিস্থাপিত হইবে, যথা:-
 
 
 
 
“বিজ্ঞাপনী সংস্থা” অর্থ কোন পণ্যের বা সেবার প্রচারনার বা অন্য কোন প্রচারনার উদ্দেশ্যে, পত্র-পত্রিকা ব্যতীত, কোন মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিতে বিজ্ঞাপন প্রস্তুতকরণে বা উক্ত উদ্দেশ্যে প্রস্তুতকৃত কোন বিজ্ঞাপন প্রচারকরণে (পত্র-পত্রিকা ব্যতিরেকে) নিয়োজিত কোন সংস্থা বা ব্যক্তি৷”;
 
 
 
 
(খ) শিরোনামা সংখ্যা S০১০ এবং উহার বিপরীতে দ্বিতীয় ও তৃতীয় কলামের এন্ট্রি সমূহের পরিবর্তে নিম্নরূপ শিরোনামা সংখ্যা ও এন্ট্রি সমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

“S০১০

S০১০.০০

ভূমি উন্নয়ন সংস্থা ভবন নির্মাণ সংস্থা :

 

 

S০১০.১০

ভূমি উন্নয়ন সংস্থা :

 

 

 

ব্যাখ্যা:

 
“ভূমি উন্নয়ন সংস্থা” অর্থ বাণিজ্যিক ভিত্তিতে ক্রয়কৃত বা অন্য যে কোন উপায়ে প্রাপ্ত ভূমির বাণিজ্যিক উদ্দেশ্যে উন্নয়ন সাধন বা চুক্তির মাধ্যমে ভূমির উন্নয়ন সাধনপূর্বক ইজারার মাধ্যমে বা প্রকারান্তরে পণের বিনিময়ে উক্ত উন্নয়নকৃত ভূমি বিক্রয় বা হস্তান্তরকার্যে নিয়োজিত কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷

 

 
 
 
 
 
 
 

S০১০.২০

 

 
ভবন নির্মাণ সংস্থা :
 

ব্যাখ্যা:

 
“ভবন নির্মাণ সংস্থা” অর্থ বাণিজ্যিক ভিত্তিতে ক্রয়কৃত বা অন্য যে কোন উপায়ে প্রাপ্ত ভূমির উপর ভবন নির্মাণপূর্বক ইজারার মাধ্যমে বা প্রকারান্তরে পণের বিনিময়ে বাণিজ্যিক ভিত্তিতে উক্ত নির্মিত ভবন বিক্রয় অথবা হস্তান্তরকার্যে নিয়োজিত কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷”;

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
     

(গ) শিরোনামা সংখ্যা S০১২ এবং উহার বিপরীতে দ্বিতীয় ও তৃতীয় কলামের এন্ট্রি সমূহের পরিবর্তে নিম্নরূপ শিরোনামা সংখ্যা ও এন্ট্রি সমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:-

     

“S০১২

S০১২.০০

টেলিফোন, টেলিপ্রিন্টার, টেলেক্স, ফ্যাক্স বা ইন্টারনেট সংস্থা :

 
ব্যাখ্যা:
 
“টেলিফোন, টেলিপ্রিন্টার, টেলেক্স, ফ্যাক্স বা ইন্টারনেট সংস্থা” অর্থ টেলিফোন, টেলিপ্রিন্টার, টেলেক্স, ফ্যাক্স বা ইন্টারনেট এর মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিতে যোগাযোগ স্থাপন, তথ্য বা উপাত্ত আদান-প্রদানের ব্যবস্থাকারী কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷”;

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
     

(ঘ) শিরোনামা সংখ্যা S০৩৫ এবং উহার বিপরীতে দ্বিতীয় ও তৃতীয় কলামের এন্ট্রি সমূহের পর নিম্নরূপ শিরোনামা সংখ্যা এবং এন্ট্রিসমূহ সংযোজিত হইবে, যথা:-

     

“S০৩৬

S০৩৬.০০

এয়ারকন্ডিশন্ড বাস সার্ভিস এয়ারকন্ডিশন্ড লঞ্চ সার্ভিস:

 

S০৩৬.১০

এয়ারকন্ডিশন্ড বাস সার্ভিস:
 

ব্যাখ্যা:

 
“এয়ারকন্ডিশন্ড বাস সার্ভিস” অর্থ এমন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি এয়ারকন্ডিশন্ড বা শীতাতপ নিয়ন্ত্রিত বাস, মিনিবাস বা কোস্টারের মাধ্যমে আন্তঃজেলা যাত্রী পরিবহণ ব্যবসায়ে নিয়োজিত৷

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

S০৩৬.২০

এয়ারকন্ডিশন্ড লঞ্চ সার্ভিস:
 

ব্যাখ্যা:

 
“এয়ারকন্ডিশন্ড লঞ্চ সার্ভিস” অর্থ এমন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি এক বা একাধিক এয়ারকন্ডিশন্ড কেবিন বা কক্ষবিশিষ্ট লঞ্চ বা স্টীমারের মাধ্যমে আন্তঃজেলা যাত্রী পরিবহণ ব্যবসায়ে নিয়োজিত৷

S০৩৭

S০৩৭.০০

যোগানদার (Procurement Provider) :

 
ব্যাখ্যা:
 
“যোগানদার” অর্থ কোটেশন বা দরপত্রের বিপরীতে বিভিন্ন সরকারী, আধা-সরকারী, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, বেসরকারী সংস্থা (এনজিও), ব্যাংক, বীমা বা লিমিটেড কোম্পানীর নিকট পণের বিনিময়ে মূল্য সংযোজন কর আরোপণযোগ্য পণ্য সরবরাহ করেন এমন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷

S০৩৮

S০৩৮.০০

বিদেশী শিল্পী সহযোগে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক:

 
ব্যাখ্যা:
 
“বিদেশী শিল্পী সহযোগে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক” অর্থ পণ বা সম্মানীর বিনিময়ে বাংলাদেশের নাগরিক নহেন এমন কোন শিল্পী অথবা বাংলাদেশের নাগরিক নহেন এমন কোন শিল্পী সমন্বয়ে গঠিত কোন শিল্পী গোষ্ঠী বা শিল্পী সংস্থা সহযোগে নৃত্য, সংগীত, ব্যাণ্ড শো, কনসার্ট বা অন্য যে কোন নামের বা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, জলসা বা শো আয়োজন করেন এমন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷

S০৩৯

S০৩৯.০০

স্যাটেলাইট কেবল অপারেটর:

 
ব্যাখ্যা:
 
“স্যাটেলাইট কেবল অপারেটর” অর্থ ডিশ এন্টেনা বা অন্য কোন মাধ্যমে স্যাটেলাইট প্রোগ্রাম গ্রহণ পূর্বক তাহা কেবল্‌ বা তারের মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিতে পণের বিনিময়ে অফিস, বাড়ি, ব্যবসায়স্থল বা অন্য কোন স্থানে বা অংগনে সংযোগদান করেন এমন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা৷”;

     
(১৫) তৃতীয় তফসিলের পরিবর্তে এই আইনের দ্বিতীয় তফসিলে বর্ণিত তফসিল প্রতিস্থাপিত হইবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs