প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮

( ১৯৯৮ সনের ১ নং আইন )

অস্থায়ী 1[উপাচার্য]

১৩৷ 2[উপাচার্য] পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে 3[উপাচার্য] দায়িত্ব পালনে অসমর্থ হইলে, ক্ষেত্রমত, শূন্যপদে নিযুক্ত নূতন 4[উপাচার্য] কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা 5[উপাচার্য] পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রো-ভাইস-চ্যান্সেলরদের মধ্যে যিনি 6[7[উপ-উপাচার্যগণের] মধ্যে যিনি চাকুরীতে জ্যেষ্ঠ] তিনি 8[উপাচার্য] রূপে কার্য করিবেন৷


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs