প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮

( ১৯৯৮ সনের ১ নং আইন )

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি

৩৪৷ 1[(১) বিশ্ববিদ্যালয়ের সহিত সংযুক্ত হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠিত হইবে, যথাঃ-

 
 

(ক) 2[উপাচার্য] কর্তৃক মনোনীত একজন 3[উপ-উপাচার্য], যিনি ইহার চেয়ারম্যনও হইবেন;

 
 

(খ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য হইতে 4[উপাচার্য] কর্তৃক মনোনীত তিনজন শিক্ষক;

 
 

(গ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল);

 
 

(ঘ) নার্সিং সুপারিনটেনডেন্ট অব হাসপাতাল;

 
 

(ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নহেন এমন দুইজন সিন্ডিকেট সদস্য;

 
 

(চ) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন);

 
 

(ছ) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী;

 
 

(জ) যুগ্ম-সচিব (হাসপাতাল), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়;

 
 

(ঝ) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল), যিনি ইহার সচিবও হইবেন।]

 
 
 
 

(২) কমিটিতে মনোনীত সদস্য মনোনয়নের তারিখ হইতে ২ বত্সর মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন:

 
 
 
 

তবে শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত সদস্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন৷

 
 
 
 

(৩) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব নিম্নরূপ হইবে, যথা -

 
 
 
 

(ক) হাসপাতাল পরিচালনা;

 
 
 
 

(খ) হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব বণ্টন ও তত্ত্বাবধান;

 
 
 
 

(গ) হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের যথাযথ দায়িত্বপালন ও নিয়ম-শৃঙ্খলা নিশ্চিতকরণ;

 
 
 
 

(ঘ) হাসপাতালের রোগীদের সেবার নিশ্চয়তা বিধান;

 
 
 
 

(ঙ) ঔষধপত্র, এম,এস,আর সরবরাহ ও বিতরণ নিশ্চিতকরণ;

 
 
 
 

(চ) রোগীর পথ্য/খাদ্য সরবরাহ;

 
 
 
 

(ছ) হাসপাতালের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও পরিবীক্ষণ;

 
 
 
 

(জ) হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা বিধান;

 
 
 
 

(ঝ) পানি, বিদ্যুত্, গ্যাস, টেলিফোন, নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ৷


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs