কর্মসংস্থান ব্যাংক আইন, ১৯৯৮

( ১৯৯৮ সনের ৭ নং আইন )

কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন৷
 
যেহেতু বেকার, বিশেষ করিয়া বেকার যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্্নরূপ আইন করা হইল :-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা ও প্রয়োগ

২৷ সংজ্ঞা

৩৷ আইনের প্রাধান্য

৪৷ কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা, ইত্যাদি

৫৷ ব্যাংকের প্রধান কার্যালয়, ইত্যাদি

৬৷ অনুমোদিত মূলধন

৭৷ পরিশোধিত মূলধন

৮৷ পরিচালনা ও প্রশাসন

৯৷ বোর্ড

১০৷ চেয়ারম্যান

১১৷ ব্যবস্থাপনা পরিচালক

১২৷ পরিচালকের দায়িত্ব

১৩৷ পদত্যাগ

১৪৷ সভা

১৫৷ কমিটি

১৬৷ ব্যাংকের কার্যাবলী

১৭৷ বন্ড এবং ঋণপত্র

১৮৷ হিসাব-নিকাশ

১৯৷ নিরীক্ষা

২০৷ প্রতিবেদন

২১৷ সংরক্ষিত তহবিল

২২৷ লভ্যাংশ বিলি-বণ্টন

২৩৷ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ

২৪৷ ব্যাংকের পাওনা আদায়

২৫৷ ক্ষমতা অর্পণ

২৬৷ শাস্তি ইত্যাদি

২৭৷ অপরাধ বিচারার্থে গ্রহণ

২৮৷ সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

২৯৷ আনুগত্য ও গোপনীয়তা

৩০৷ ব্যাংকের অবসায়ন

৩১৷ ব্যাংক দোকান ইত্যাদি বলিয়া গণ্য হইবে না

৩২৷ বিধি প্রণয়নের ক্ষমতা

৩৩৷ প্রবিধান প্রণয়নের ক্ষমতা