সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
(ক) “আর্থিক প্রতিষ্ঠান” অর্থ
আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ২৭ নং আইন) এর ধারা ২ এর দফা (খ) তে সংজ্ঞায়িত আর্থিক প্রতিষ্ঠান;
(খ) “তফসিলি ব্যাংক” অর্থ
Bangladesh Bank Order, 1972 (P.O. No. 127 of 1972) এর Article 37(1) এর অধীন ঘোষিত scheduled bank;
(গ) “ব্যাংক” অর্থ কর্মসংস্থান ব্যাংক;
(ঘ) “বোর্ড” অর্থ ব্যাংকের পরিচালনা বোর্ড;
(ঙ) “বাংলাদেশ ব্যাংক” অর্থ
Bangladesh Bank Order, 1972 (P.O. No. 127 of 1972) এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ব্যাংক;
(চ) “চেয়ারম্যান” অর্থ বোর্ড এর চেয়ারম্যান;
(ছ) “পরিচালক” অর্থ ব্যাংকের পরিচালক;
(জ) “ব্যবস্থাপনা পরিচালক” অর্থ ধারা ১১ এর অধীনে নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক;
(ঝ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(ঞ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
(ট) “ব্যাংক কোম্পানী আইন” অর্থ ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন)৷