পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৯৯৮

( ১৯৯৮ সনের ১২ নং আইন )

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ স্থাপনকল্পে প্রণীত আইন৷
 
 
 
যেহেতু পার্বত্য চট্টগ্রাম অনগ্রসর উপজাতি অধ্যুষিত অঞ্চল, এবং অনগ্রসর অঞ্চলের উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা বিধেয়; এবং
 
 
 
 
যেহেতু এই অঞ্চল উপ-জাতীয় অধিবাসীগণসহ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সকল নাগরিকের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও অর্থনৈতিক অধিকার সমুন্নত এবং আর্থ-সামাজিক উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করা প্রয়োজন; এবং
 
 
 
 
যেহেতু উপরিউক্ত লক্ষ্য সহ বাংলাদেশের সকল নাগরিকের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় বাংলাদেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল আনুগত্য রাখিয়া পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত জাতীয় কমিটি এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বিগত ১৮ই অগ্রহায়ণ, ১৪০৪ বাংলা মোতাবেক ২রা ডিসেম্বর, ১৯৯৭ ইংরেজী তারিখে একটি চুক্তি সম্পাদন করিয়াছে; এবং
 
 
 
 
যেহেতু উক্ত চুক্তি বাস্তবায়নের অংশ হিসাবে তিনটি পার্বত্য জেলার জেলা পরিষদসমূহের কার্যক্রমের সমন্বয় সাধন এবং আনুষংগিক অন্যান্য কার্যাদি সম্পাদনের নিমিত্ত একটি আঞ্চলিক পরিষদ স্থাপনের বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন

২৷ সংজ্ঞা

৩৷ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ স্থাপন

৪৷ পরিষদের কার্যালয়, ইত্যাদি

৫৷ পরিষদের গঠন

৬৷ চেয়ারম্যান ও অন্যান্য সদস্যের নির্বাচন

৭৷ চেয়ারম্যানের যোগ্যতা ও অযোগ্যতা

৮৷ উপ-জাতীয় ও অ-উপজাতীয় সদস্যগণের যোগ্যতা ও অযোগ্যতা

৯৷ চেয়ারম্যান ও সদস্যগণের শপথ

১০৷ সম্পত্তি সম্পর্কিত ঘোষণা

১১৷ চেয়ারম্যান ও সদস্যগণের সুযোগ-সুবিধা

১২। পরিষদের মেয়াদ

১৩। চেয়ারম্যান ও সদস্যগণের পদত্যাগ

১৪। চেয়ারম্যান, ইত্যাদির অপসারণ

১৫। চেয়ারম্যান ও সদস্য পদ শূন্য হওয়া

১৬। অস্থায়ী চেয়ারম্যান

১৭। উপনির্বাচন

১৮। পরিষদের নির্বাচনের সময়

১৯। দুই পদের জন্য একই সংগে প্রার্থী হওয়া যাইবে না

২০। নির্বাচন পরিচালনা

২১। চেয়ারম্যান ও সদস্যগণের নির্বাচনের ফলাফল প্রকাশ

২২। পরিষদের কার্যাবলী

২৩। নির্বাহী ক্ষমতা

২৪। কার্যাবলী নিষ্পন্ন

২৫। কমিটি

২৬। চুক্তি

২৭। নথি-পত্র প্রতিবেদন ইত্যাদি

২৮। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা

২৯। পরিষদের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ

৩০। ভবিষ্য তহবিল, ইত্যাদি

৩১। চাকুরী প্রবিধান

৩২। পরিষদের তহবিল, ইত্যাদি

৩৩। পরিষদের তহবিল সংরক্ষণ, বিনিয়োগ, ইত্যাদি

৩৪। পরিষদের তহবিলের প্রয়োগ

৩৫। বাজেট

৩৬। হিসাব

৩৭। হিসাব নিরীক্ষা

৩৮। পরিষদের সম্পত্তি

৩৯। পরিষদের নিকট চেয়ারম্যান, ইত্যাদির দায়

৪০। পরিষদের কার্যাবলীর উপর নিয়ন্ত্রণ

৪১। পরিষদ বাতিলকরণ

৪২। পরিষদ ও অন্য কোন স্থানীয় কতর্ৃপক্ষের বিরোধ

৪৩। আপীল

৪৪। পরিষদ ও সরকারের কার্যাবলীর সমন্বয় সাধন

৪৫। বিধি প্রণয়নের ক্ষমতা

৪৬। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৪৭। পরিষদের পক্ষে বা বিপক্ষে মামলা

৪৮। নোটিশ এবং উহার জারীকরণ

৪৯। প্রকাশ্য রেকর্ড

৫০। পরিষদের চেয়ারম্যান, সদস্য, ইত্যাদি জনসেবক (public servant) গণ্য হইবেন

৫১। সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

৫২। অসুবিধা দূরীকরণ

৫৩। আইন প্রণয়নের ক্ষেত্রে পরিষদের সহিত আলোচনা, ইত্যাদি

৫৪। ক্রান্তিকালীন বিধান