প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
1[১৬। পরিষদের মেয়াদ শেষ হইবার তারিখের-
(ক) একশত আশি দিন বা তদপেক্ষা বেশী সময় পূর্বে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের পদ শূন্য হইলে; বা
(খ) একশত বিশ দিন বা তদপেক্ষা বেশী সময় পূর্বে কোন 2[নারী] সদস্যের পদ শূন্য হইলে,
উক্ত পদটি শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে বিধি অনুযায়ী অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে উক্ত শূন্য পদ পূরণ করিতে হইবে, এবং যিনি উক্ত পদে নির্বাচিত হইবেন তিনি পরিষদের অবশিষ্ট মেয়াদের জন্য উক্ত পদে বহাল থাকিবেন।]