প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

উপজেলা পরিষদ আইন, ১৯৯৮

( ১৯৯৮ সনের ২৪ নং আইন )

নির্বাচন পরিচালনা

২০৷ (১) সংবিধান অনুযায়ী গঠিত নির্বাচন কমিশন, অতঃপর নির্বাচন কমিশন বলিয়া উল্লিখিত, এই আইন ও বিধি অনুযায়ী 1[চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান] ও 2[নারী] সদস্যদের 3[নির্বাচন পরিচালনা করিবে]৷

 

(২)4[নির্বাচন কমিশন], সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা 5[চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান] ও 6[নারী] সদস্যদের নির্বাচনের জন্য বিধি প্রণয়ন করিবে এবং অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল অথবা যে কোন বিষয়ে বিধান করা যাইবে; যথা:-

 

(ক) নির্বাচন পরিচালনার উদ্দেশ্যে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ এবং তাঁহাদের ক্ষমতা ও দায়িত্ব;

 
 
 
 

(খ) 7[নারী] সদস্য নির্বাচনের জন্য এলাকা নির্ধারণ, ভোটার তালিকা প্রণয়ন এবং 8[নারী] সদস্য নির্বাচন পদ্ধতি;

 
 
 
 

9[(গ) প্রার্থী মনোনয়ন, মনোনয়নের ক্ষেত্রে হলফনামা দাখিল, মনোনয়নের ক্ষেত্রে আপত্তি এবং মনোনয়নপত্র বাছাই;]

 
 

10[11[***]]

 
 
 

(ঘ) প্রার্থীগণ কর্তৃক প্রদেয় জামানত এবং উক্ত জামানত ফেরত প্রদান বা বাজেয়াপ্তকরণ;

 
 
 
 

(ঙ) প্রার্থীপদ প্রত্যাহার;

 
 
 
 

(চ) প্রার্থীগণের এজেন্ট নিয়োগ;

 
 
 
 

(ছ) প্রতিদ্বন্দ্বিতা এবং বিনা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে নির্বাচন পদ্ধতি;

 
 
 
 

(জ) ভোট গ্রহণের তালিকা, সময় ও স্থান এবং নির্বাচন পরিচালনা সংক্রান্ত অন্যান্য বিষয়;

 
 
 
 

(ঝ) ভোট দানের পদ্ধতি;

 
 
 
 

(ঞ) ব্যালট পেপার এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য কাগজপত্রের হেফাজত ও বিলিবন্টন;

 
 
 
 

(ট) যে অবস্থায় ভোট গ্রহণ স্থগিত করা যায় এবং পুনরায় ভোট গ্রহণ করা যায়;

 
 
 
 

(ঠ) নির্বাচন ব্যয়;

 
 
 
 

(ড) নির্বাচনে দুর্নীতিমূলক বা অবৈধ কার্যকলাপ ও অন্যান্য নির্বাচনী অপরাধ এবং উহার দণ্ড;

 
 
 
 

(ঢ) নির্বাচন বিরোধ, নির্বাচন ট্রাইব্যুনাল ও 12[নির্বাচন আপীল ট্রাইব্যুনাল গঠন], নির্বাচনী দরখাস্ত দায়ের, নির্বাচন বিরোধ নিষ্পত্তির ব্যাপারে উক্ত ট্রাইব্যুনালের ক্ষমতা ও অনুসরণীয় পদ্ধতিসহ আনুষংগিক বিষয়াদি; এবং

 
 
 
 

(ণ) নির্বাচন সম্পর্কিত আনুষংগিক অন্যান্য বিষয়৷

 
 
 
 

(৩) উপ-ধারা (২) (ড) এর অধীন প্রণীত বিধিতে কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়বিধ দণ্ডের বিধান করা যাইবে, তবে কারাদণ্ডের মেয়াদ 13[সাত বৎসরের] অধিক হইবে না।


  • 1
    "চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান" শব্দগুলি ও কমা "চেয়ারম্যান" শব্দের পরিবর্তে উপজেলা পরিষদ (রহিত আইন পুনঃপ্রচলন ও সংশোধন) আইন, ২০০৯ (২০০৯ সনের ২৭ নং আইন) এর ১৬(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 2
    “নারী” শব্দটি “মহিলা” শব্দটির পরিবর্তে উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৪৯ নং অধ্যাদেশ) এর ৪(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 3
    "নির্বাচন পরিচালনা করিবে" শব্দগুলি "নির্বাচন অনুষ্ঠান ও পরিচালনা করিবে" শব্দগুলির পরিবর্তে উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ২১ নং আইন) এর ৯(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 4
    "নির্বাচন কমিশন" শব্দটি "সরকার" শব্দের পরিবর্তে উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ২১ নং আইন) এর ৯(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 5
    "চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান" শব্দগুলি ও কমা "চেয়ারম্যান" শব্দের পরিবর্তে উপজেলা পরিষদ (রহিত আইন পুনঃপ্রচলন ও সংশোধন) আইন, ২০০৯ (২০০৯ সনের ২৭ নং আইন) এর ১৬(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 6
    “নারী” শব্দটি “মহিলা” শব্দটির পরিবর্তে উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৪৯ নং অধ্যাদেশ) এর ৪(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 7
    “নারী” শব্দটি “মহিলা” শব্দটির পরিবর্তে উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৪৯ নং অধ্যাদেশ) এর ৪(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 8
    “নারী” শব্দটি “মহিলা” শব্দটির পরিবর্তে উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৪৯ নং অধ্যাদেশ) এর ৪(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 9
    দফা (গ) উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ২১ নং আইন) এর ৯(ঘ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 10
    ধারা (গগ) উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৫ (২০১৫ সনের ২৭ নং আইন) এর ৪ ধারাবলে সন্নিবেশিত।
  • 11
    দফা (গগ) উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৪৯ নং অধ্যাদেশ) এর ৪(গ) ধারাবলে বিলুপ্ত।
  • 12
    “নির্বাচন আপীল ট্রাইব্যুনাল গঠন” শব্দগুলি "নির্বাচন আপীল নিয়োগ” শব্দগুলির পরিবর্তে, উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ২২ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত
  • 13
    “সাত বৎসরের” শব্দগুলি “দুই বৎসরের অধিক এবং অর্থদণ্ডের পরিমাণ দশ হাজার টাকার” শব্দগুলির পরিবর্তে উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ২২ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs