প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

উপজেলা পরিষদ আইন, ১৯৯৮

( ১৯৯৮ সনের ২৪ নং আইন )

প্রবিধান প্রণয়নের ক্ষমতা
৬৪৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে পরিষদ, সরকারের পূর্বানুমোদনক্রমে, এই আইনের বা কোন বিধির সহিত অসমঞ্জস না হয় এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে৷
 
 
 
 
(২) বিশেষ করিয়া, এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, অনুরূপ প্রবিধানে নিম্নরূপ সকল অথবা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথা:-
 
 
 
 
(ক) পরিষদের কার্যাবলী পরিচালনা;
 
 
 
 
(খ) পরিষদের সভার কোরাম নির্ধারণ;
 
 
 
 
(গ) পরিষদের সভায় প্রশ্ন উত্থাপন;
 
 
 
 
(ঘ) পরিষদের সভা আহবান;
 
 
 
 
(ঙ) পরিষদের সভার কার্যবিবরণী লিখন;
 
 
 
 
(চ) পরিষদের সভায় গৃহীত প্রস্তাবের বাস্তবায়ন;
 
 
 
 
(ছ) সাধারণ সীলমোহরের হেফাজত ও ব্যবহার;
 
 
 
 
(জ) পরিষদের কোন কর্মকর্তাকে চেয়ারম্যানের ক্ষমতা অর্পণ;
 
 
 
 
(ঝ) পরিষদের অফিসের বিভাগ ও শাখা গঠন এবং উহাদের কাজের পরিধি নির্ধারণ;
 
 
 
 
(ঞ) কার্যনির্বাহ সংক্রান্ত যাবতীয় বিষয়;
 
 
 
 
(ট) এই আইনের অধীন প্রবিধান দ্বারা নিয়ন্ত্রণ করিতে হইবে বা করা যাইবে এইরূপ যে কোন বিষয়৷
 
 
 
 
(৩) পরিষদের বিবেচনায় যে প্রকারে প্রকাশ করিলে কোন প্রবিধান সম্পর্কে জনসাধারণ ভালভাবে অবহিত হইতে পারিবে সেই প্রকারে প্রত্যেক প্রবিধান প্রকাশ করিতে হইবে৷
 
 
 
 
(৪) সরকার নমুনা প্রবিধান প্রণয়ন করিতে পারিবে এবং এইরূপ কোন নমুনা প্রণীত হইলে পরিষদ উহা অনুসরণ করিবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs