প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ডিপজিটরি আইন, ১৯৯৯

( ১৯৯৯ সনের ৬ নং আইন )

জটিলতা নিরসন
২৩৷ এই আইনের বিধানাবলী কার্যকর করার ক্ষেত্রে কোন অস্পষ্টতা দেখা দিলে, কমিশন, সরকারের পূর্বানুমোদনক্রমে এবং সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কোন ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে:
 
 
 
 
তবে শর্ত থাকে যে, এই আইন কার্যকর হওয়ার 1[পাঁচ বত্সর] পর এই ধারার অধীনে কোন ব্যবস্থা গ্রহণ করা যাইবে না৷

  • 1
    “পাঁচ বৎসর” শব্দগুলো “দুই বৎসর” শব্দগুলির পরিবর্তে ডিপজিটরি (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ২৩ নং আইন) এর ধারাবলে প্রতিস্থাপিত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs