পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯

( ১৯৯৯ সনের ২৩ নং আইন )

পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন প্রতিষ্ঠাকল্পে বিধান করিবার উদ্দেশ্যে প্রণীত আইন৷
 
 
 
যেহেতু দারিদ্র বিমোচনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও কানাডা সরকারের সাহায্যপুষ্ট এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত আরডি-১২ প্রকল্প, আর, বি, পি, এবং আর, বি, আই, পি, কে দরিদ্র ও অসুবিধাগ্রস্ত ব্যক্তিদের সেবায় নিয়োজিত একটি স্ব-শাসিত সুদৃঢ়, আর্থিক স্বনির্ভর ও অমুনাফাকাঙ্খী সংস্থা হিসাবে গড়িয়া তোলার উদ্দেশ্যে একটি স্ব-শাসিত, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তর করিবার সিদ্ধান্ত গৃহীত হইয়াছে;
 
 
 
 
এবং যেহেতু দারিদ্র বিমোচন, দরিদ্র ও অসুবিধাগ্রস্ত ব্যক্তিদের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি বৃদ্ধি ও নারী-পুরুষ সমতা বিকাশের উদ্দেশ্যে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করিবার এবং তত্সম্পর্কিত অন্যান্য বিষয়ের জন্য বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা ও কার্যকারিতা

২৷ সংজ্ঞা

৩৷ আইনের প্রাধান্য

৪৷ ফাউন্ডেশন প্রতিষ্ঠা

৫৷ প্রধান কার্যালয়, ইত্যাদি

৬৷ পরিচালনা ও তত্ত্বাবধান

৭৷ বোর্ড

৮৷ পদত্যাগ

৯৷ বোর্ডের সদস্যদের অপসারণ

১০৷ সাময়িক শূন্যতা পূরণ

১১৷ ব্যবস্থাপনা পরিচালক

১২৷ ব্যবস্থাপনা পরিচালকের কার্যাবলী

১৩৷ সভা

১৪৷ কমিটি

১৫৷ ফাউন্ডেশনের কার্যাবলী

১৬৷ তহবিল

১৭৷ বাজেট

১৮৷ হিসাব

১৯৷ নিরীক্ষা

২০৷ রিটার্ন, ইত্যাদি

২১৷ কর্মকর্তা ও অন্যান্য কর্মচারী নিয়োগ

২২৷ ফাউন্ডেশনের পাওনা আদায়

২৩৷ ক্ষমতা অর্পণ

২৪৷ দায়মুক্তি

২৫৷ দণ্ড, ইত্যাদি

২৬৷ অপরাধ বিচারার্থ গ্রহণ

২৭৷ কর হইতে অব্যাহতি

২৮৷ লিকুইডেশন

২৯৷ প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৩০৷ বিআরডিবি এবং কতিপয় বিলুপ্ত প্রকল্প ও কর্মসূচীর নিকট হইতে সম্পদ, দায়-দেনা, ইত্যাদি হস্তান্তর

৩১৷ টিবিসিসিএ সমূহের সম্পদ, দায়-দেনা, ইত্যাদি ফাউন্ডেশনের নিকট হস্তান্তর

৩২৷ নির্দিষ্ট ক্ষমতা ও সম্মতি দান এবং নির্দিষ্ট বিধি-নিষেধ আরোপ

তফসিল

SCHEDULE