পরিবেশ আদালত আইন, ২০০০

( ২০০০ সনের ১১ নং আইন )

এই অাইনটি পরিবেশ আদালত আইন, ২০১০ (২০১০ সনের ৫৬ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।

পরিবেশ দূষণ সংক্রান্ত 1[অপরাধের বিচারকারী আদালত প্রতিষ্ঠা ও আনুষঙ্গিক বিষয়ে বিধানকল্পে] প্রণীত আইন৷
 
 
 
যেহেতু পরিবেশ দূষণ সংক্রান্ত [অপরাধের বিচারকারী আদালত প্রতিষ্ঠা ও আনুষঙ্গিক বিষয়ে বিধান করা] সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা

২৷ সংজ্ঞা

৩৷ আইনের প্রাধান্য

৪৷ পরিবেশ আদালত প্রতিষ্ঠা

৫৷ পরিবেশ আদালতের এখ্‌তিয়ার

৫ক৷ আদালতের নির্দেশ অমান্যকরণ, ইত্যাদির দণ্ড

৫খ৷ স্পেশাল ম্যাজিষ্ট্রেট কর্তৃক কতিপয় অপরাধের বিচার

৫গ৷ স্পেশাল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচার পদ্ধতি

৬৷ প্রবেশ, আটক, ইত্যাদির ক্ষমতা

৭৷ তদন্ত পদ্ধতি

৭ক। আইন প্রয়োগকারী সংস্থা ও অন্যান্য কর্তৃপতেগর সহায়তা গ্রহণ

৮৷ পরিবেশ আদালতের কার্যপদ্ধতি ও ক্ষমতা

৯৷ অর্থদণ্ডকে তগতিপূরণ হিসাবে রূপান্ত্মর

১০৷ পরিবেশ আদালত কর্তৃক পরিদর্শনের ক্ষমতা

১১৷ আপীল

১২৷ পরিবেশ আপীল আদালত

১২ক৷ মামলা স্থানান্ত্মর

১৩৷ বিচারাধীন মামলা

১৩ক৷ পূর্বে সংঘটিত কতিপয় অপরাধ ইত্যাদি সম্পর্কে পরিবেশ আদালতের এখ্‌তিয়ার

১৪৷ বিধি প্রণয়নের ক্ষমতা