প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পরিবেশ আদালত আইন, ২০০০

( ২০০০ সনের ১১ নং আইন )

আদালতের নির্দেশ অমান্যকরণ, ইত্যাদির দণ্ড
1[৫ক৷ কোন ব্যক্তি ধারা ৫(২) এর-
 
 
 
 
(ক) দফা (ক) এর অধীনে আদালত প্রদত্ত নির্দেশ অমান্য করিয়া যে অপরাধের পুনরাবৃত্তি করেন বা যে অপরাধটি অব্যাহত রাখেন, উহার জন্য নির্ধারিত দণ্ডে তিনি দণ্ডণীয় হইবেন, তবে এইরূপ দণ্ড উক্ত নির্দেশ প্রদানের সময় আরোপিত দণ্ড অপেক্ষা কম হইবে না;
 
 
 
 
(খ) দফা (খ) বা (গ) এর অধীন আদালত কর্তৃক প্রদত্ত নির্দেশ ভঙ্গ করিলে, ইহা হইবে একটি স্বতন্ত্র অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৩ (তিন) বত্সর কারাদণ্ডে বা অনধিক ৩ (তিন) লতগ টাকা অর্থদণ্ডে দণ্ডণীয় হইবেন৷
 
 
 
 
ব্যাখ্যা৷- এই ধারার অধীন অপরাধ তদন্ত ও বিচারের ক্ষেত্রে এই আইনের অন্যান্য বিধান প্রযোজ্য হইবে৷

  • 1
    ধারা ৫ক, ৫খ এবং ৫গ পরিবেশ আদালত (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১০ নং আইন) এর ৬ ধারাবলে সন্নিবেশিত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs