প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পরিবেশ আদালত আইন, ২০০০

( ২০০০ সনের ১১ নং আইন )

স্পেশাল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচার পদ্ধতি
৫গ৷ (১) পরিদর্শকের লিখিত রিপোর্ট ব্যতীত কোন স্পেশাল ম্যাজিষ্ট্রেট কোন অপরাধ বিচারার্থ গ্রহণ করিবেন না:
 
 
 
 
তবে শর্ত থাকে যে, উক্ত ম্যাজিষ্ট্রেট কর্তৃক বিচার্য কোন নির্দিষ্ট শ্রেণীর মামলা দায়েরের ক্ষেত্রে, মহা-পরিচালকের অনুমোদন থাকিলে, ধারা ৭ এর বিধানাবলী অনুসরণ ব্যতিরেকেই পরিদর্শক এই উপ-ধারার অধীনে তাহার রিপোর্ট সরাসরি উক্ত ম্যাজিষ্ট্রেটের নিকট পেশ করিতে পারিবেন৷
 
 
 
 
(২) এই ধারার অধীন নিযুক্ত স্পেশাল ম্যাজিষ্ট্রেট ফৌজদারী কার্যবিধিতে বর্ণিত সংতিগপ্ত বিচার (summary trial) পদ্ধতি অনুসরণ করিবেন৷
 
 
 
 
(৩) স্পেশাল ম্যাজিষ্ট্রেটের আদালতে বিচার্য মামলা রাষ্ট্রের পক্ষে একজন সহকারী পাবলিক প্রসিকিউটর বা সরকার কর্তৃক নির্দেশিত কোন পুলিশ কর্মকর্তা বা পরিবেশ অধিদপ্তরের একজন পরিদর্শক পরিচালনা করিবেন; এবং এইরূপ মামলা উক্ত পাবলিক প্রসিকিউটর বা পুলিশ কর্মকর্তা কর্তৃক পরিচালিত হওয়ার ক্ষেত্রে তাহাকে একজন পরিদর্শক সহায়তা করিতে এবং প্রয়োজনবোধে আদালতে তাহার বক্তব্য উপস্থাপন করিতে পারিবেন৷]

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs