আইন প্রয়োগকারী সংস্থা ও অন্যান্য কর্তৃপতেগর সহায়তা গ্রহণ
৭ক৷ ধারা ৬ ও ৭ এর উদ্দেশ্য পূরণকল্পে তদন্ত্মকারী কর্মকর্তা আইন প্রয়োগকারী সংস্থা বা অন্য কোন সরকারী কর্তৃপতগ বা সংবিধিবদ্ধ সংস্থার সহায়তার জন্য অনুরোধ করিতে পারিবেন এবং তদনুসারে উক্ত কর্তৃপতগ বা সংস্থা সহায়তা করিবে৷]
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs