মামলা স্থানান্ত্মর
[১২ক৷ কোন আবেদন বা অন্য কোন তথ্যের পরিপ্রেতিগতে পরিবেশ আপীল আদালত-
(ক) উহার অধীনস্থ কোন পরিবেশ আদালতে বিচারধীন মামলা উহার অধীনস্থ অপর কোন পরিবেশ আদালতে স্থানান্তর বা পুনঃস্থানান্তর করিত পারিবে; বা
(খ) উহার অধীনস্থ কোন স্পেশাল ম্যাজিষ্ট্রেট আদালতে বিচারাধীন মামলা উহার অধীনস্থ অপর কোন স্পেশাল ম্যাজিষ্ট্রেট বা পরিবেশ আদালতে স্থানান্ত্মর বা পুনঃস্থানান্তর করিতে পারিবে৷]
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs