১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ২ এর সংশোধন
৮৫৷
মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন), অতঃপর মূল্য সংযোজন কর আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর-
(ক) দফা (ছ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ছ) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(ছ) “করযোগ্য সেবা” অর্থ দ্বিতীয় তফসিলে অন্ত্মর্ভুক্ত নহে এইরূপ কোন সেবা”;
(খ) দফা (ঝ) এর “কালেক্টরের” শব্দটির পরিবর্তে “কমিশনারের” শব্দটি প্রতিস্থাপিত হইবে;
(গ) দফা (ঞ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ঞ) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(ঞ) “চালানপত্র” অর্থ ধারা ৩২ এর অধীন প্রদত্ত চালানপত্র”;
(ঘ) দফা (ণ) এর পর নিম্নরূপ একটি নতুন দফা (ণণ) সন্নিবেশিত হইবে, যথা:-
“(ণণ) “ণণ” অর্থ পণ্য সরবরাহ বা সেবা প্রদানের বিপরীতে প্রাপ্ত অথবা প্রাপ্য সমুদয় অর্থ অথবা অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য মূল্য”;
(ঙ) দফা (দদ) এর পর নিম্নরূপ দুইটি নতুন দফা (দদদ) ও (দদদদ) সন্নিবেশিত হইবে, যথা:-
“(দদদ) “বিল অব এন্টি” অর্থ
Customs Act, 1969 (IV of 1969) এর section 2(c) তে সংজ্ঞায়িত “bill of entry”;
(দদদদ) “বিল অব এক্সপোর্ট” অর্থ
Customs Act, 1969 (IV of 1969) এর section 2(d) তে সংজ্ঞায়িত “bill of export”৷