প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জেলা পরিষদ আইন, ২০০০

( ২০০০ সনের ১৯ নং আইন )

চেয়ারম্যান ও সদস্যপদ শূন্য হওয়া
১১৷ (১) চেয়ারম্যান বা কোন সদস্যের পদ শূন্য হইবে, যদি তিনি-
 
 
 
 
(ক) তাঁহার নাম সরকারী গেজেটে প্রকাশিত হইবার তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে ধারা ৭ এ নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করিতে ব্যর্থ হন:
 
 
 
 
তবে শর্ত থাকে যে, অনুরূপ মেয়াদ অতিবাহিত হইবার পূর্বে সরকার বা তৎকর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষ যথার্থ কারণে উক্ত মেয়াদ বর্ধিত করিতে পারিবে;
 
 
 
 
(খ) ধারা ৬ এর অধীন তাঁহার পদে থাকিবার অযোগ্য হন;
 
 
 
 
(গ) ধারা ৯ এর অধীন তাঁহার পদ ত্যাগ করেন;
 
 
 
 
(ঘ) ধারা ১০ এর অধীন তাঁহার পদ হইতে অপসারিত হন;
 
 
 
 
(ঙ) মৃত্যুবরণ করেন৷
 
 
 
 
(২) চেয়ারম্যান বা কোন সদস্য পদ শূন্য হইলে সরকার অবিলম্বে উক্ত পদ শূন্য ঘোষণা করিয়া বিষয়টি সরকারী গেজেটে প্রকাশ করিবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs