প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জেলা পরিষদ আইন, ২০০০

( ২০০০ সনের ১৯ নং আইন )

প্রবিধান প্রণয়নের ক্ষমতা
 
৭৪৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে পরিষদ, সরকারের পূর্বানুমোদনক্রমে, এই আইনের বা কোন বিধির বিধানের সহিত অসমঞ্জস না হয় এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে৷
 
 
 
 
(২) বিশেষ করিয়া এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতা ক্ষুণ্ন না করিয়া অনুরূপ প্রবিধানে নিম্নরূপ সকল অথবা যে কোন বিষয়ে প্রবিধান করা যাইবে, যথা :-
 
 
 
 
(ক) পরিষদের কার্যাবলী পরিচালনা;
 
 
 
 
(খ) পরিষদের সভায় কোরাম নির্ধারণ;
 
 
 
 
(গ) পরিষদের সভায় প্রশ্ন উত্থাপন;
 
 
 
 
(ঘ) পরিষদের তলবী সভা আহ্বান;
 
 
 
 
(ঙ) পরিষদের সভার কার্যবিবরণী লিখন;
 
 
 
 
(চ) পরিষদের সভায় গৃহীত প্রস্তাবের বাস্তাবায়ন;
 
 
 
 
(ছ) কমিটি গঠন এবং উহার কার্য পরিচালনা;
 
 
 
 
(জ) সাধারণ সীল মোহরের হেফাজত ও ব্যবহার;
 
 
 
 
(ঝ) পরিষদের কোন কর্মকর্তাকে চেয়ারম্যানের ক্ষমতা অর্পণ;
 
 
 
 
(ঞ) পরিষদের অফিসের বিভাগ ও শাখা গঠন এবং উহাদের কাজের পরিধি নির্ধারণ;
 
 
 
 
(ট) কার্যনির্বাহ সংক্রান্ত অন্যান্য বিষয়;
 
 
 
 
(ঠ) গবাদিপশু ও অন্যান্য প্রাণীর বিক্রয় রেজিষ্ট্রিকরণ;
 
 
 
 
(ড) এতিমখানা, বিধবা সদন এবং দরিদ্রদের ত্রাণ সম্পর্কিত অন্যান্য প্রতিষ্ঠানের রেজিষ্ট্রিকরণ, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ;
 
 
 
 
(ঢ) জনসাধারণের ব্যবহার্য সম্পত্তির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ;
 
 
 
 
(ণ) টীকাদান কর্মসূচী বাস্তবায়ন;
 
 
 
 
(ত) সংক্রামক ব্যাধির প্রতিরোধ ও নিয়ন্ত্রণ;
 
 
 
 
(থ) খাদ্যদ্রব্যের ভেজাল প্রতিরোধ;
 
 
 
 
(দ) দুগ্ধ সরবরাহ নিয়ন্ত্রণ;
 
 
 
 
(ধ) আস্তাবল নিয়ন্ত্রণ;
 
 
 
 
(ন) পরিষদের সম্পত্তিতে অবৈধ প্রবেশ নিয়ন্ত্রণ;
 
 
 
 
(প) সমাজের বা ব্যক্তির জন্য ক্ষতিকারক বা বিরক্তিকর কার্যকলাপ প্রতিরোধ;
 
 
 
 
(ফ) বিপজ্জনক ও ক্ষতিকর ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ;
 
 
 
 
(ব) জনসাধারণের ব্যবহার্য ফেরীর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ;
 
 
 
 
(ভ) গবাদিপশুর খোয়াড়ের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ;
 
 
 
 
(ম) ট্রাফিক নিয়ন্ত্রণ;
 
 
 
 
(য) মেলা, প্রদর্শনী, প্রতিযোগিতামূলক খেলাধুলা ও জনসমাবেশ অনুষ্ঠান ও নিয়ন্ত্রণ;
 
 
 
 
(র) বাধ্যতামূলক শিক্ষাদান কর্মসূচী বাস্তবায়ন;
 
 
 
 
(ল) ভিক্ষাবৃত্তি, কিশোর অপরাধ, পতিতাবৃত্তি ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ;
 
 
 
 
(শ) কোন্‌ কোন্‌ ক্ষেত্রে পরিষদের লাইসেন্স প্রয়োজন হইবে এবং কি কি শর্তে উহা প্রদান করা হইবে তাহা নির্ধারণ;
 
 
 
 
(ষ) এই আইনের অধীন প্রবিধান দ্বারা নির্ধারণযোগ্য অন্য যে কোন বিষয়৷
 
 
 
 
(৩) এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (২) এর দফা (ঠ) হইতে দফা (শ) (উভয় দফাসহ) এ উল্লেখিত বিষয়ে কোন প্রবিধান পূর্ব-প্রকাশনা ব্যতীত প্রণয়ন করা যাইবে না৷
 
 
 
 
(৪) পরিষদের বিবেচনায় যে প্রকারে প্রকাশ করিলে কোন প্রবিধান সংশ্লিষ্ট এলাকার জনসাধারণ ভালভাবে অবহিত হইতে পারিবে সেই প্রকারে প্রত্যেক প্রবিধানকে প্রকাশ করিতে হইবে৷
 
 
 
 
(৫) সরকার নমুনা প্রবিধান প্রণয়ন করিতে পারিবে এবং এইরূপ কোন নমুনা প্রবিধান প্রণীত হইলে পরিষদ প্রবিধান প্রণয়নের ক্ষেত্রে উক্ত নমুনা অনুসরণ করিবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs