প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ক্যাডার বহির্ভূত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (শুল্ক, আবগারী ও ভ্যাট) নিয়োগ ও কর্মের শর্তাবলী আইন, ২০০০

( ২০০০ সনের ২০ নং আইন )

বদলী ইত্যাদি
৮৷ তফসিলে উল্লেখিত-
 
 
 
 
(ক) প্রথম শ্রেণীর গেজেটেড পদসমূহ পারস্পরিক; এবং
 
 
 
 
(খ) দ্বিতীয় শ্রেণীর গেজেটেড পদসমূহ পারস্পরিক-
 
 
 
 
বদলীযোগ্য পদ হইবে এবং উক্ত পদসমূহে কর্মরত যে কোন কর্মকর্তাকে কর্তৃপক্ষ নির্বাহী আদেশ দ্বারা জাতীয় রাজস্ব বোর্ডের অধঃস্তন শুল্কভবন, শুল্ক, আবগারী ও ভ্যাট কমিশনারেট বা পরিদপ্তরে সমমর্যাদার অন্য যে কোন পদে বদলী করিতে পারিবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs