বেসরকারীকরণ আইন, ২০০০

( ২০০০ সনের ২৫ নং আইন )

এই আইন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ (২০১৬ সনের ৩৬ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।

সরকারী শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানসমূহ বেসরকারীকরণের উদ্দেশ্যে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন৷
 
 
 
যেহেতু সরকারী শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানসমূহ বেসরকারীকরণকল্পে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্্নরূপ আইন করা হইল:-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা

২৷ সংজ্ঞা

৩৷ আইনের প্রাধান্য

৪৷ কমিশন প্রতিষ্ঠা

৫৷ কমিশনের কার্যালয়

৬৷ কমিশনের গঠন

৭৷ চেয়ারম্যান ও সার্বক্ষণিক সদস্য

৮৷ আকস্মিক শূন্যতা, ইত্যাদি

৯৷ কমিশনের সভা

১০৷ কমিশনের কার্যাবলী

১১৷ বেসরকারীকরণ প্রক্রিয়া

১২৷ হস্তান্তর দলিল

১৩৷ হস্তান্তর দলিল বা চুক্তিপত্র সম্পাদন পরবর্তী পদক্ষেপ

১৪৷ সচিব

১৫৷ কমিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী, ইত্যাদি

১৬৷ কমিটি

১৭৷ কমিশনের তহবিল

১৮৷ বাজেট

১৯৷ হিসাব রক্ষণ ও নিরীক্ষা

২০৷ প্রতিবেদন

২১৷ আদালতের এখতিয়ার সম্পর্কে বাধা নিষেধ

২২৷ সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

২৩৷ ক্ষমতা অর্পণ

২৪৷ তদন্ত অনুষ্ঠান, ইত্যাদি

২৫৷ জনসেবক

২৬৷ প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৭৷ প্রাইভেটাইজেশন বোর্ড বিলোপ, ইত্যাদি