বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০

( ২০০০ সনের ২৬ নং আইন )

Bangladesh Water and Power Development Boards Order, 1972 (P. O. No. 59 of 1972) -এর অধীন প্রতিষ্ঠিত Bangladesh Water Development Board সংক্রান্ত বিধানাবলী রহিত করিয়া পানি সম্পদের উন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে সংশোধিত আকারে আইন প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন৷

 
 
 

যেহেতু Bangladesh Water and Power Development Boards Order, 1972 (P. O. No. 59 of 1972) - এর অধীন প্রতিষ্ঠিত Bangladesh Water Development Board সংক্রান্ত বিধানাবলী রহিত করিয়া পানি সম্পদের উন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে সংশোধিত আকারে আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 
 
 

সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা

২৷ সংজ্ঞা

৩৷ বোর্ড প্রতিষ্ঠা

৪৷ বোর্ডের প্রধান কার্যালয়

৫৷ বোর্ডের ক্ষমতা ও দায়িত্ব

৬৷ বোর্ডের কার্যাবলী

৭৷ বোর্ডের সাধারণ পরিচালনা

৮৷ পরিষদের গঠন

৯৷ পরিষদের ক্ষমতা ও দায়িত্ব

১০৷ পরিষদের সভা

১১৷ কমিটি গঠন

১২। মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক

১৩। মহাপরিচালকের ক্ষমতা ও দায়িত্ব

১৪। কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ

১৫। ভবিষ্যত প্রকল্পের বাস্তবায়ন ও ব্যবস্থাপনা

১৬। বিদ্যমান প্রকল্পের ব্যবস্থাপনা ও মালিকানা হস্তান্তর

১৭। বোর্ডের জন্য ভূমি হুকুমদখল, অধিগ্রহণ ইত্যাদি

১৮। অপ্রয়োজনীয় কিংবা পরিত্যাজ্য স্থাপনা ইত্যাদি বিক্রয়

১৯। বার্ষিক প্রতিবেদন

২০। তহবিল

২১। বাজেট

২২। হিসাব রক্ষণ ও নিরীক্ষা

২৩। সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

২৪। জনসেবক

২৫। বিধি প্রণয়নের ক্ষমতা

২৬। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৭। রহিতকরণ ও হেফাজত