কপিরাইট আইন, ২০০০

( ২০০০ সনের ২৮ নং আইন )

এই আইন কপিরাইট আইন, ২০২৩ ( ২০২৩ সনের ৩৪ নং আইন ) দ্বারা রহিত করা হইয়াছে।

কপিরাইট আইন সংশোধন ও সংহতকরণকল্পে প্রণীত আইন৷

 
 
 

যেহেতু কপিরাইট বিষয়ে প্রচলিত আইনের সংশোধন ও সংহতকরণ সমীচীন ও প্রয়োজনীয়;

 
 
 
 

সেহেতু এতদ্‌দ্বারা নিম্্নরূপ আইন করা হইল:-

 
 
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনামা, প্রয়োগ এবং প্রবর্তন

২। সংজ্ঞা

৩। প্রকাশনার অর্থ

৪। কর্ম প্রকাশিত বা প্রকাশ্যে সম্পাদনকৃত বলিয়া গণ্য না হওয়া

৫। বাংলাদেশে প্রথম প্রকাশিত বলিয়া গণ্য কর্ম

৬। কতিপয় বিরোধ বোর্ড কতর্ৃক নিষ্পত্তিতব্য

৭। অপ্রকাশিত কর্মের সময়সীমা পর্যাপ্ত হওয়ার ক্ষেত্রে গ্রন্থকারের জাতীয়তা

৮। সংবিধিবদ্ধ সংস্থা বা স্থায়ী আবাস

৯। কপিরাইট অফিস

১০। কপিরাইট রেজিষ্ট্রার ও ডেপুটি রেজিষ্ট্রার

১১। কপিরাইট বোর্ড

১২। বোর্ডের ক্ষমতা ও কার্যপদ্ধতি

১৩। এই আইনের বিধান বহির্ভূত কপিরাইট থাকিবে না

১৪। কপিরাইটের অর্থ

১৫। কপিরাইট থাকে এমন কর্ম

১৬। ১৯১১ সনের ২ নং আইনের অধীন নিবন্ধিত বা নিবন্ধিতব্য ডিজাইন সম্পর্কিত কপিরাইট

১৭। কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী

১৮। কপিরাইটের স্বত্ব নিয়োগ

১৯। স্বত্ব নিয়োগের ধরন

২০। কপিরাইটের [স্বত্ব নিয়োগী ] বিষয়ক বিরোধ

২১। [পান্ডুলিপির ] কপিরাইট উইলমূলে হস্তান্তর

২২। স্বত্বাধিকারীর কপিরাইট পরিত্যাগের অধিকার

২৩। মূল অনুলিপির পুনঃবিক্রয়ের শেয়ার

২৪। প্রকাশিত সাহিত্য, নাট্য, সংগীত ও শিল্প কর্মে কপিরাইটের মেয়াদ

২৫। মরণোত্তর কর্মে কপিরাইটের মেয়াদ

২৬। চলচ্চিত্র ফিল্মের কপিরাইটের মেয়াদ

২৭। শব্দ রেকর্ডিংয়ের কপিরাইটের মেয়াদ

২৮। ফটোগ্রাফের কপিরাইটের মেয়াদ

২৮ক। কম্পিউটার সৃষ্ট কর্মের কপিরাইটের মেয়াদ

২৯। বেনামী এবং ছদ্মনাম বিশিষ্ট কর্মের কপিরাইটের মেয়াদ

৩০। সরকারী কর্মে কপিরাইটের মেয়াদ

৩১। স্থানীয় কতর্ৃপক্ষের কর্মের কপিরাইটের মেয়াদ

৩২। আন্তর্জাতিক সংস্থার কর্মের কপিরাইটের মেয়াদ

৩৩। সমপ্রচার পুনরুৎপাদনের অধিকার

৩৪। অন্যদের অধিকার ক্ষুণ্ন না হওয়া

৩৫। সম্পাদনকারীর অধিকার

৩৬। সমপ্রচার পুনরুৎপাদন অধিকার বা সম্পাদনকারীর অধিকার লংঘন করে না এমন কার্য

৩৭। সমপ্রচার পুনরুৎপাদন অধিকার এবং সম্পাদনকারীর অধিকারের ক্ষেত্রে প্রযোজ্য অন্যান্য বিধান

৩৮। মুদ্রণশৈলী সংরক্ষণ এবং সংরক্ষণের মেয়াদ

৩৮ক। শাস্তি

৩৮খ। এই অধ্যায়ে বর্ণিত অপরাধ বিচারার্থ গ্রহণ

৩৯। লঙ্ঘন ইত্যাদি

৪০। কপিরাইটের সহিত সম্বন্ধ

৪১। কপিরাইট সমিতির নিবন্ধন

৪২। কপিরাইট সমিতি কতর্ৃক মালিকদের অধিকার নির্বাহ

৪৩। কপিরাইট সমিতি কতর্ৃক পারিশ্রমিক প্রদান

৪৪। কপিরাইট সমিতির উপর কপিরাইট মালিকদের নিয়ন্ত্রণ

৪৫। রিটার্ণ এবং প্রতিবেদন

৪৬। হিসাব এবং নিরীক্ষা

৪৭। অব্যাহতি

৪৮। কপিরাইটের স্বত্বাধিকারী প্রদত্ত লাইসেন্স

৪৯। ধারা ১৯ এবং ২০ এর প্রয়োগ

৫০। জনসাধারণের নিকট বারিত কর্মের বাধ্যতামূলক লাইসেন্স

৫১। অপ্রকাশিত বাংলাদেশী কর্মের বাধ্যতামূলক লাইসেন্স

৫২। [ অনুবাদ বা অভিযোজন ] তৈরী ও প্রকাশের লাইসেন্স

৫৩। কতিপয় উদ্দেশ্যে কর্ম পুনরুৎপাদন এবং প্রকাশ করার লাইসেন্স

৫৪। এই অধ্যায়ের অধীন প্রদত্ত লাইসেন্সের বাতিলকরণ

৫৫। কপিরাইটের রেজিষ্ট্রার, ইনডেঙ্, ফরম এবং রেজিষ্টার পরিদর্শন

৫৬। কপিরাইট রেজিষ্ট্রেশন

৫৭। কপিরাইটের স্বত্বনিয়োগ, ইত্যাদির রেজিষ্ট্রেশন

৫৮। কপিরাইটের রেজিষ্টারের অন্তভর্ুক্তি এবং ইনডেঙ্ ইত্যাদির সংশোধন

৫৯। কপিরাইট বোর্ড কতর্ৃক রেজিষ্টার সংশোধন

৬০। কপিরাইট রেজিষ্টারে অন্তভর্ুক্ত বিবরণ আপাতঃ পর্যাপ্ত সাক্ষ্য হিসাবে গণ্য হওয়া

৬১। কপিরাইট রেজিষ্টারের অন্তভর্ুক্তি ইত্যাদি প্রকাশ করা

৬২। [ জাতীয় গ্রন্থাগারে] পুস্তক সরবরাহ

৬৩। [ জাতীয় গ্রন্থাগারে ] সাময়িকী ও সংবাদপত্র সরবরাহ

৬৪। সরবরাহকৃত পুস্তকের রসিদ

৬৫। শাস্তি

৬৬। এই অধ্যায়ের অপরাধ বিচারার্থ গ্রহণ

৬৭। সরকার কতর্ৃক প্রকাশিত পুস্তক, সাময়িকী ও সংবাদপত্রের ক্ষেত্রে অধ্যায়ের প্রয়োগ

৬৮। কতিপয় আন্তর্জাতিক সংস্থার কর্ম সম্পর্কিত বিধান

৬৯। বিদেশী কর্মে কপিরাইট সমপ্রসারণ করার ক্ষমতা

৭০। বাংলাদেশে প্রথম প্রকাশিত বিদেশী প্রণেতার কর্মের স্বত্বের ক্ষেত্রে বিধি নিষেধের ক্ষমতা

৭১। কপিরাইট লঙ্ঘন

৭২। কতিপয় কার্য কপিরাইট লঙ্ঘন নয়

৭৩। শব্দ রেকর্ডিং ও ভিডিও চিত্রে অন্তভর্ু্ক্তব্য বিবরণী

৭৪। অধিকার লঙ্ঘনকারী অনুলিপি আমদানী

৭৫। সংজ্ঞা

৭৬। কপিরাইট লঙ্ঘনের জন্য দেওয়ানী প্রতিকার

৭৭। পৃথক অধিকারের রক্ষণ

৭৮। প্রণেতার বিশেষ স্বত্ব

৭৯। অধিকার লঙ্ঘনকারী অনুলিপির দখলকার বা লেনদেনকারী ব্যক্তির বিরুদ্ধে মালিকের অধিকার

৮০। কপিরাইটের মালিক কার্যধারায় পক্ষ হইবে

৮১। আদালতের এখতিয়ার

৮২। কপিরাইট বা অন্যান্য অধিকার লঙ্ঘনজনিত অপরাধ

৮৩। দ্বিতীয় বা পরবর্তী অপরাধের বর্ধিত শাস্তি

৮৪। কম্পিউটার প্রোগ্রামের লংঘিত কপি প্রকাশ, ব্যবহার, ইত্যাদির অপরাধ

৮৫। অধিকার লঙ্ঘনকারী অনুলিপি তৈরী করিবার উদ্দেশ্যে প্লেট দখলে রাখা

৮৬। অধিকার লঙ্ঘনকারী অনুলিপি বা অধিকার লঙ্ঘনকারী অনুলিপি তৈরীর উদ্দেশ্যে ব্যবহৃত প্লেট বিলিবণ্টন

৮৭। রেজিষ্টারে মিথ্যা অন্তভর্ুক্তি, ইত্যাদি, অথবা মিথ্যা সাক্ষ্য উপস্থাপনা বা প্রদান করার শাস্তি

৮৮। প্রতারিত বা প্রভাবিত করিবার উদ্দেশ্যে মিথ্যা বিবৃতি প্রদানের শাস্তি

৮৯। প্রণেতার মিথ্যা কতর্ৃত্ব আরোপ

৯০। ধারা [৭৩] লঙ্ঘনের শাস্তি

৯১। কোম্পানী কতর্ৃক অপরাধ

৯২। অপরাধ বিচারার্থ গ্রহণ

৯৩। লঙ্ঘিত অনুলিপি জব্দ করিতে পুলিশের ক্ষমতা

৯৪। ম্যাজিষ্ট্রেটের কতিপয় আদেশের বিরুদ্ধে আপীল

৯৫। রেজিষ্ট্রারের আদেশের বিরুদ্ধে আপীল

৯৬। বোর্ডের আদেশের বিরুদ্ধে আপীল

৯৭। তামাদী গণনা

৯৮। আপীলের পদ্ধতি

৯৯। রেজিষ্ট্রার এবং বোর্ড এর দেওয়ানী আদালতের কতিপয় ক্ষমতা

১০০। রেজিষ্ট্রার বা বোর্ড কতর্ৃক প্রদত্ত অর্থ প্রদানের আদেশ ডিক্রীর ন্যায় কার্যকর হইবে

১০১। অব্যাহতি

১০২। জনসেবক

১০৩। বিধিমালা প্রণয়নের ক্ষমতা

১০৪। ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ

১০৫। রহিতকরণ, হেফাজত এবং ক্রান্তিকালীন বিধান

Authentic English Text

Authentic English Text