অধ্যায়-১৫
                            
                            
                        
                    
                    
                        
                            
                            অপরাধ এবং শাস্তি
                            
                            
                        
                    
                 
            
            
                
                
            
            
                
                    
                    
                    
                    
                    
                    
                        
                        
                        
                        
                        
                         কম্পিউটার প্রোগ্রামের লংঘিত কপি প্রকাশ, ব্যবহার, ইত্যাদির অপরাধ
                        
                        
                    
                    
                
            
            
                
                [৮৪। যদি কোন ব্যক্তি- 
 
 
 
 
(ক) কোন কম্পিউটার প্রোগ্রাম এর লংঘিত কপি অনুলিপি করিয়া যে কোন মাধ্যমে প্রকাশ, বিক্রয় বা একাধিক কপি বিতরণ করেন, তাহা হলে তিনি অনূধর্্ব চার বৎসর কিন্তু অনূ্যন ছয় মাস মেয়াদের কারাদণ্ডে এবং অনূধর্্ব চার লক্ষ টাকা কিন্তু অনূ্যন এক লক্ষ টাকার অর্থদণ্ডে দণ্ডণীয় হইবেন; 
 
 
 
 
(খ) কম্পিউটারে কোন লংঘিত কপি ব্যবহার করেন, তাহা হইলে তিনি অনূধর্্ব তিন বৎসর কিন্তু অনূ্যন ছয় মাস মেয়াদের কারাদণ্ডে অথবা অনূধর্্ব তিন লক্ষ টাকা কিন্তু অনূ্যন এক লক্ষ টাকার অর্থ দণ্ডে দণ্ডণীয় হইবেন: 
 
 
 
 
তবে শর্ত থাকে যে, যদি আদালতের সন্তুষ্টিতে প্রমাণিত হয় যে, কম্পিউটার প্রোগ্রামটি ব্যবসায়িক বা বাণিজ্যিক কার্যক্রমের ধারায় মুনাফা লাভের উদ্দেশ্যে লংঘিত হয় নাই, তাহা হইলে অনূ্যন তিন মাস মেয়াদের কারাদণ্ডে এবং অনূ্যন পঁচিশ হাজার টাকার অর্থদণ্ড আরোপ করা যাইবে।] 
                
                
                
                
                
                
            
 
        
        
            
        
        
        
        
    
    
    
        
        Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division 
        Ministry of Law, Justice and Parliamentary Affairs