Toggle navigation
Home
Laws of Bangladesh
Chronological Index
Alphabetical Index
Law Search
Related Links
Contact Us/Feedback
Old Website
Help
How to Search
How to Print
Glossary
Roman Number
Contact Us/Feedback
বাংলা
|
English
প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
বেসরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন, ২০০০
( ২০০০ সনের ৩৮ নং আইন )
[ ২৭ নভেম্বর, ২০০০ ]
সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
(ক) “ট্রাস্ট” অর্থ এই আইনের অধীন স্থাপিত বেসরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট;
(খ) “পরিবার” অর্থ সংশ্লিষ্ট শিক্ষকের স্ত্রী বা স্বামী এবং তাহার প্রতি নির্ভরশীল অবিবাহিত পুত্র ও কন্যা এবং পিতা ও মাতা;
(গ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
(ঘ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(ঙ) “বেসরকারী প্রাথমিক বিদ্যালয়” অর্থ
Registration of Private Schools Ordinance, 1962
(E.P. Ord. No. XX of 1962) এর অধীন রেজিস্ট্রেশনপ্রাপ্ত বেসরকারী প্রাথমিক বিদ্যালয়;
(চ) “বেসরকারী প্রাথমিক শিক্ষক” অর্থ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক;
(ছ) “বোর্ড” অর্থ এই আইনের অধীন গঠিত বোর্ড৷
Copyright
©
2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs