এডমিরালটি এখতিয়ার সংক্রান্ত আইন বাতিল ও পুনঃপ্রণয়ন করিবার উদ্দেশ্যে প্রণীত আইন৷
যেহেতু এডমিরালটি এখতিয়ার সংক্রান্ত আইন বাতিল ও পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিন্মরূপ আইন করা হইল:-
সূচি
ধারাসমূহ
১। সংক্ষিপ্ত শিরোনামা
২। সংজ্ঞা
৩। হাইকোর্ট বিভাগের এডমিরালটি এখতিয়ার
৪। এডমিরালটি কোর্টরূপে হাইকোর্ট বিভাগের এখতিয়ার প্রয়োগের পদ্ধতি
৫। সংঘর্ষ ও অনুরূপ মামলার ক্ষেত্রে কোর্টের in personam এখতিয়ার
৬। আরজি দ্বারা মামলা রুজু
৭। কোর্ট ফিস
৮। একক বিচারক সমন্বয়ে গঠিত বেঞ্চ কর্তৃক মামলা গ্রহণ, শুনানী ও বিচারকার্য নিষ্পন্ন, ইত্যাদি
৯। অব্যাহতি
১০। ইংরেজীতে অনুদিত পাঠ প্রকাশ
১১। বিধি প্রণয়নের ক্ষমতা
১২। রহিতকরণ ও হেফাজত