পরিচ্ছেদ-৬
সালিসী কাযর্ধারা পরিচালনা
সালিসী ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান
৩৪। পক্ষগণ ভিন্নভাবে সম্মত না হইলে-
(ক) সালিসী ট্রাইব্যুনালে মৌখিক বা লিখিতভাবে বা এফিডেভিট দ্বারা সাক্ষ্য প্রদান করা যাইবে;
(খ) সাক্ষীর সম্মতি সাপেক্ষে, সালিসী ট্রাইব্যুনাল সাক্ষীকে শপথ বা সত্য পাঠ করাইতে পারিবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs